সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে এজবাস্টনের আকাশে ছিল মেঘ। দিনের শেষে ঝলমল করে উঠল আকাশ! অধিনায়ক শুভমান গিলের হয়ে দীপ জ্বাললেন বাংলার পেসার। ইতিহাস তৈরি করল ‘নতুন ভারত’। প্রথমবার এজবাস্টনে টেস্ট জেতা তো বটেই, এইসঙ্গে বিদেশের মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে ৩৩৬ রানে টেস্ট ম্যাচ জিতল ‘মেন ইন ব্লু’। এরপর শুভেচ্ছার বন্যা। গিল-পন্থ-সিরাজদের শুভেচ্ছা জানালেন শচীন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি।
উত্তরসূরিদের শুভেচ্ছা জানিয়েছেন কিং কোহলি। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “এজবাস্টনে অসামান্য জয়। ভয়ডরহীন, চাপে পড়ে পিছু হঠতে বাধ্য হয়েছে ইংল্যান্ড, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ওদের। শুভমানের ব্যাটে নেতৃত্ব, মেধাবী অধিনায়কত্ব এবং অন্যদের কার্যকরী পারফরম্যান্স। এই পিচে যেভাবে বল করেছে সিরাজ এবং আকাশ, আলাদা করে উল্লেখ করতেই হবে।”
Great victory for India at Edgbaston. Fearless and kept pushing England to the wall. Brilliantly led by Shubhman with the bat and in the field and impactful performances from everyone. Special mention to Siraj and Akash for the way they bowled on this pitch. 👏🇮🇳 …
— Virat Kohli (@imVkohli)
অন্যদিকে কিংবদন্তি শচীনও এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন শুভমানদের। তিনি লিখেছেন, “নজরকাড়া সেরা একটা ইনিংস! অভিনন্দন শুভমান গিল, ভারতকে এক অসাধারণ টেস্ট জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্যে। ঋষভ পন্থ, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা খুব ভালো ব্যাট করেছেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। ভারতের কৌশল ছিল ইংল্যান্ডকে তাদের স্বাভাবিক খেলা থেকে বের করে ভিন্নভাবে খেলতে বাধ্য করা, যাতে ম্যাচে শুধুমাত্র একজনই বিজয়ী হয়।” ভারতের বোলারদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টার। লিখেছেন, “বোলারদের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল যে লেন্থে তারা বল করেছে। বলা বাহুল্য, ম্যাচে আকাশ দীপ ছিলেন অসাধারণ। আমার মতে, তিনি জো রুটকে সিরিজের সেরা বলটি করেছিলেন।” মজার ছেলে শেষ করেন—“পুনশ্চ: মহম্মদ “জন্টি” সিরাজের নেওয়া ক্যাচটি উপভোগ করেছি।”
A lime innings from the of the moment!
Congratulations, , on powering India to a brilliant Test victory! , , and batted very well, especially in the 2nd innings.India’s approach was to take England out of this…
— Sachin Tendulkar (@sachin_rt)
সকলেরই বক্তব্য, এজবাস্টনে শুভমান গিলের দল প্রমাণ করল প্রজন্ম বদলে ভারতের জয়যাত্রা চলছে, চলবে। মহাতারকারা অবসরে যাক, প্রথম টেস্টে হারের জ্বালা থাক, ‘সেরা’ পেসার বিশ্রাম নিক, একরাশ সমালোচনাও জুড়ুক, সব কিছুর উত্তর আসবে ফ্রন্ট ফুটে। ব্যাটের ঠিক মাঝখান দিয়ে বা বিপক্ষের মিডল স্টাম্প উড়িয়ে। গিলের ব্যাটিং বিক্রমের পর, সিরাজ-আকাশ দীপদের দাপটে এই জয় টিম ইন্ডিয়ার। সিরিজ এখন ১-১।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.