সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানিং পাকিস্তান জার্সি দেখে ভারতীয় মহিলা ক্রিকেটাররা কেঁপে যান না। তার প্রমাণ আরও একবার মিলল টি-২০ বিশ্বকাপে। পাকিস্তানকে প্রায় উড়িয়ে দিয়ে ম্যাচ বের করে নিল ভারত। এই জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের আগে কোন শব্দ বসানো যুক্তিযুক্ত। দুরন্ত? হয়তো বা এটাই ঠিক। রবিবার সেই কাজটাই তো করলেন ভারতের মেয়েরা। দলের এদিনের জয়ের পিছনে বর্ষীয়ান মিতালি রাজের দুর্দান্ত ব্যাটিং। তাঁর চমৎকার হাফ সেঞ্চুরির উপর ভর করে ভারতের মেয়েরা হাসিমুখে মাঠ ছাড়ল।
[ অনুষ্কার সঙ্গে প্রতিযোগিতা রয়েছে? কী বললেন বিরাট?]
পাক দল প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে ১৩৪ রানের টার্গেট রাখে। ভারতীয় দল ৬ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৯ ওভারে তিন উইকেট হারিয়ে ভারতীয় দল করে ১৩৭ রান। এই জয়ের ফলে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে হরমনপ্রীত কৌররা অনেকটাই এগিয়ে গেলেন। রবিবার দলের দুই ওপেনার মিতালি রাজ এবং স্মৃতি মান্ধানা দুরন্ত শুরু উপহার দেন। দু’জনে মিলে ৯.৩ ওভারে ভারতকে পৌঁছে দেন ৭৩ রানে। এরপর আউট হন মান্ধানা (২৬)। উলটোদিকে মিতালি নিজের ভূমিকায় ছিলেন অবিচল। শেষ পর্যন্ত তিনি ৪৭ বলে ৫৬ রান করে আউট হন। ততক্ষণে অবশ্য ভারতীয় দল জয়ের কাছে পৌঁছে গিয়েছিল। শেষদিকে ভারত অধিনায়ক হরমনপ্রীত ১৪ এবং ভেদা কৃষ্ণমূর্তি ৮ নট আউট থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। পাক ব্যাটসম্যানরা পিচের ডেঞ্জার এরিয়ায় ঢুকে পড়ায় পেনাল্টি হিসাবে ১০ রান বোনাস দেওয়া হয় ভারতকে।
[ ফিরল হিউজের স্মৃতি, বাউন্সারের আঘাতে লুটিয়ে পড়লেন পাক ক্রিকেটার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.