সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতের মেয়েরা। মহিলাদের কমপাউন্ড দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরিণীত কৌর।
ফাইনালে ভারতের মেয়েরা ২৩৫-২২৯-এ হারায় মেক্সিকোকে। বিশ্ব মঞ্চে এই ভারতীয় ত্রয়ী তাঁদের প্রতিভা এবং দৃঢ়তা প্রদর্শন করেন। জ্যোতি-অদিতিরা কেবল যে বার্লিনে ভারতের মুখ উজ্জ্বল করলেন তা নয়, এবারের চ্যাম্পিয়নশিপে প্রথম সোনার পদক জিতলেন ভারতীয় তিরন্দাজরা।
HISTORIC win for India 🇮🇳🥇
New world champions at the Hyundai Championships.— World Archery (@worldarchery)
ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ”ভারতের ঐতিহাসিক জয়। হুন্ডাই বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.