সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে রবিবার ভারতীয় মহিলা হকি দল জাপানের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল। ভারতের হয়ে দুটি গোল করেছেন রানি ও লিলিমা মিনজ।
The Indian Women’s Team fight back from a 2-goal deficit to secure a draw vs Japan on 7 August 2016!
Advertisement— Hockey India (@TheHockeyIndia)
অন্যদিকে, মহিলাদের দলগত তিরন্দাজির শেষ আটে পৌঁছেছে ভারতীয় দল। কলম্বিয়াকে হারিয়ে বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারত। দ্বিতীয় দিনের শুরুতেই নজর কাড়লেন দীপিকা কুমারীরা৷ এদিন দীপিকা কুমারী-বোম্বেইলা দেবী ও লক্ষ্মীরানি মাঝি প্রথম রাউন্ডে জিতলেও, দ্বিতীয় রাউন্ডেই হারতে হয় তাঁদের৷ তৃতীয় রাউন্ড ড্র হওয়ার পর চতুর্থ রাউন্ডে দীপিকা কুমারীদের পারফরম্যান্সের কাছে হার মানেন কলম্বিয়ান তিরন্দাজরা৷ শেষপর্যন্ত ৫-৩ ফলে জিতে শেষ আটে যায় ভারত। দীপিকা কুমারি, বোম্বালা দেবী, লক্ষ্মীরানি মাঝির এই সাফল্যে খুশি দেশের তিরন্দাজি অ্যাসোসিয়েশন। আজই রাশিয়ার বিরুদ্ধে শেষ আটের লড়াই দীপিকাদের। সেই লড়াইয়ে জিততে পারলেই পদকের হাতছানি।
Indian women archery team enters to qrtr finals beating Columbia.Congrats!
— SAIMedia (@Media_SAI)
তবে এরই মধ্যে এদিন ফের হতাশ করলেন ভারতীয় শুটাররা৷ প্রথমদিন জিতু রাইদের ব্যর্থতার পর এদিন ১০ মিটার এয়ার পিস্তলে কোয়ালিফাইং রাউন্ড থেকেই বিদায় নিলেন হিনা সিঁধু৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.