Advertisement
Advertisement
Suryakumar Yadav

যশস্বীর পথ ধরে তিনিও মুম্বইয়ের রনজি দল ছাড়ছেন? মুখ খুললেন সূর্য

কী বললেন তিনি?

Is he also leaving Mumbai's Ranji team following Yashaswi's footsteps? Suryakumar Yadav opens up

ছবি এএফপি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 3, 2025 1:39 pm
  • Updated:April 3, 2025 1:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের পুরনো দল মুম্বই ছেড়েছেন যশস্বী জয়সওয়াল। এরপর শোনা গিয়েছিল, তাঁর পথ অনুসরণ করতে চলেছেন সূর্যকুমার যাদব। তিনিও নাকি গোয়ার পথে পা বাড়িয়েছেন বলে জল্পনা ছিল। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। তবে এ ব্যাপারে নীরবতা ভাঙলেন তিনি। একে পত্রপাঠ ‘গুজব’ বলে হেসে উড়িয়ে দিয়েছেন সূর্যকুমার।

Advertisement

এই মুহূর্তে আইপিএলে ব্যস্ত তিনি। যদিও এই আবহে চুপ থাকতে পারেননি সূর্য। এক প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন, ‘একেবারে গুজব রটেছে। অন্যান্য খেলোয়াড়দের মুম্বইয়ের রনজি দল ছাড়ার ক্ষেত্রে সূর্যকুমার নাকি ভূমিকা নিয়েছেন! পুরো বিষয়টাই একটা রসিকতা ছাড়া আর কিছুই নয়। সাংবাদিক বোধহয় একজন স্ক্রিপ্ট রাইটার।’

অর্জুন তেণ্ডুলকর, সিদ্ধেশ লাড-সহ বেশ কয়েকজন মুম্বই ক্রিকেটার সাম্প্রতিক অতীতে গোয়ায় যোগ দিয়েছেন। অর্জুন এবং সিদ্ধেশ ২০২২-২৩ নাগাদ গোয়ায় চলে এসেছিলেন। তবে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘আমাদের কাছ থেকে এনওসি চেয়েছেন যশস্বী। গোয়ায় যোগ দেওয়াটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।’ শোনা যাচ্ছিল যশস্বীর পথ ধরে সূর্যকুমার যাদবও মুম্বই ছাড়তে পারেন। সেই জল্পনা সূর্য নিজেই উড়িয়ে দিলেন। 

রনজি ট্রফির এলিট গ্রুপে ওঠার পর গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন দেশজুড়ে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছে বলে খবর। কয়েকদিন আগে যশস্বীর সঙ্গে আলোচনা বাস্তবায়িত হয়েছে। এখন নাকি তারা সূর্যকুমারকেও গোয়ায় খেলার ব্যাপারে প্রস্তাব দিয়েছে বলে জল্পনা ছিল। তবে সূর্য মুখ খোলায় তিনি যে মুম্বই ছাড়ছেন না, এ কথা স্পষ্ট হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ