সংবাদ প্রতিদিন-এর জন্য বিশেষ আইপিএল কলাম লিখছেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর৷ কেকেআর অধিনায়কের কাছে প্লে-অফে ওঠার একটাই মন্ত্র, যা কিছু নিয়ন্ত্রণের বাইরে সেসব নিয়ে মাথা ঘামাতে হবে না৷ পাশাপাশি তিনি চান, ইডেন ও রোহিত শর্মার ‘লাভ স্টোরি’-র জন্য শনিবার দিনটা যেন খারাপ যায়। এদিকে, শুক্রবার পুণে হেরে যাওয়ায় প্লে-অফ প্রায় পাকা নাইটদের।
গত ২৪ ঘণ্টায় অনেক কিছু ঘটে গেল৷ মেশিন বলছে, শেষ তিন সপ্তাহে আমার ৪ কেজি ওজন কমেছে৷ দিল্লিতে আমাদের বাড়ির কিছুটা জায়গা নতুন করে সাজানো চলছে৷ আমার পছন্দের একটা কোণে ঘর তৈরি হচ্ছে৷ যে ঘরে একটা টিটি টেবল থাকবে৷ সঙ্গে মিউজিক সিস্টেম আর খেলা-সিনেমা দেখার জন্য একটা বড় স্ক্রিন৷ সব ক’টার মধ্যে আমার অবশ্য সবচেয়ে উত্তেজনা লাগছে যে, শেষ পর্যন্ত আমার টেবল টেনিস বোর্ডের আগমন ঘটছে ভেবে! একটা ডিভিডির খোঁজও করছিলাম– ‘গৌর হরি দাস্তান- দ্য ফ্রিডম ফাইল’ সিনেমার ডিভিডি৷ শেষমেশ হাতে পেয়েওছি৷ ঠিক করেছি খুব তাড়াতাড়ি দেখব৷ আমার এক চিত্র সমালোচক বন্ধু সিনেমাটা আমাকে দেখতে বলেছে৷ আর ওর পছন্দ খুব কমই ভুল হয়ে থাকে৷
ক্রিকেট মাঠে আমরা সবাই আরও একটা আইপিএল ম্যাচ দেখলাম, যেরকম ম্যাচ এই টুর্নামেন্টকে বিশ্বের সমস্ত টি-২০ লিগের ‘বিগ ড্যাডি’ করে তুলেছে৷ ওয়াংখেড়ে পিচের আমি খুব একটা ভক্ত নই৷ কিন্তু বৃহস্পতিবার ওই মাঠে যে উঁচু স্ট্যান্ডার্ডের ক্রিকেট স্কিল প্রদর্শিত হল, তার এতুটুকুও কৃতিত্ব কারও কেড়ে নেওয়ার উপায় নেই৷ এককথায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো রোমাঞ্চকর ম্যাচ৷ মার্টিন গাপ্টিলের একহাতে নেওয়া লেন্ডল সিমন্সের ক্যাচটা স্রেফ একটা রত্ন৷ বিধবংসী ব্যাটিং মেজাজে থাকা কায়রন পোলার্ডকে করা মোহিত শর্মার ২০তম ওভারটা অভাবনীয়! হেনরিকেকে যে ওভারে পোলার্ড আর হার্দিক পাণ্ডিয়া মিলে বেধড়ক পেটাল সেটা সব ব্যাটসম্যানের জন্য অসাধারণ উদ্দীপনার৷ সম্পূর্ণ ছন্দে ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়ের টাচ এবং টাইমিং অনবদ্য৷বলতে চাইছি ম্যাচটা ছিল একদম ব্লকবাস্টার৷
আমি গর্বিত যে, ইডেনে সেই লড়াইয়ের সামঞ্জস্যটা থাকে৷ কেকেআরের ঘরের মাঠে ব্যাটসম্যান-বোলার, দু’তরফই সমান সুযোগ পাওয়ার জন্য আমার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দেব৷ আমি মনে করি, দাদার ভিশন-এর প্রতি যেন শ্রদ্ধা জানাতেই ইডেনের নতুন পিচ গত এক বছরে আন্তর্জাতিক আর আইপিএল মিলিয়ে এতগুলো রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে৷ আজ ইডেনে মুম্বই ইন্ডিয়ান্স যখন খেলবে, ওয়াংখেড়ের চেয়ে প্রচুর পার্থক্য অনুভব করবে৷ জানি, ওদের ক্যাপ্টেন এবং আমার প্রিয় ব্যাটসম্যানদের একজন রোহিত শর্মা ইডেনকে ভালবাসে৷ আর ইডেনও রোহিতকে ভালবাসে৷ আশা করব এবং একইসঙ্গে প্রার্থনাও যে, শনিবারটা এই ‘লাভ স্টোরি’র জন্য যেন একটা খারাপ দিন যায়৷
কিংস ইলেভেন পাঞ্জাবের জয়টা আমাদের একটা খোঁচা মেরেছে৷ তবে সেটা কেকেআরের জন্য প্রয়োজনীয় একটা ‘ওয়েক আপ কল’-ও হয়ে উঠতে পারে৷ আমার ছেলেদের বলেছি, আমি ওই ধরনের পারমুটেশন-কম্বিনেশন নিয়ে মাথা ঘামাচ্ছি না যে, ‘এক্স’ হারাবে ‘ওয়াই’-কে কিংবা আমাদের চেয়ে ‘এ’-র নেট রানরেট কম থাকবে৷ এ ধরনের পরিস্থিতিতে আমার মন্ত্র খুব সহজ– নিয়ন্ত্রণ সম্ভব এমন জিনিসগুলোকেই নিয়ন্ত্রণ করো আর বাকি সব কিছু ভুলে যাও অর্থাৎ কন্ট্রোল+অল্ট+ডিলিট৷
নানা দিক দিয়ে টুর্নামেন্টটা আমাদের কাছে অদ্ভুত যাচ্ছে৷ নিজেদের সেরা খেলাটা না খেলেও আমরা জিতেছি৷ দু’টো ম্যাচে হেরেছি বিপক্ষের কারও ব্যক্তিগত ক্যারিশমার কাছে৷ গুরত্বপূর্ণ মুহূর্তে আমাদের খেলার স্ট্যান্ডার্ডকে তুলেছি৷ এ বছর আমাদের চিত্রনাট্যে সব রয়েছে– নাটক, আবেগ, ট্র্যাজেডি, অসাধারণত্ব, এমনকী গানও (কেকেআরের জয়ের গানটা)৷ তার উপর শাহরুখ খান আসছেন মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে৷ এর চেয়ে লিগ পর্বের ভাল সমাপ্তি আর কী হতে পারে! সত্যিই একেবারে বলিউড স্টাইল!
(দীনেশ চোপড়া মিডিয়া)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.