Advertisement
Advertisement

আইএফএ শিল্ডে এবার অংশ নিচ্ছে কলকাতা পুরসভাও

অভিষেক ঘটিয়ে কলকাতা পুরসভা টুর্নামেন্টে কেমন পারফর্ম করে।

Kolkata Municipal Corporation to participate in IFA Shield
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 11, 2017 3:17 pm
  • Updated:May 11, 2017 3:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের অভিনব ডিজাইন দিয়ে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের সাজিয়ে থাকেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। এবার তাঁর ডিজাইন করা পোশাকেই সেজে উঠতে চলেছে আইএফএস শিল্ডে অংশ নেওয়া নতুন দল।

Advertisement

এই প্রথম অনূর্ধ্ব ১৯ এই যুব ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে চলেছে কলকাতা পুরসভার দল। বৃহস্পতিবার দলের জার্সি উদ্বোধন করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। হাজির ছিলেন দলের প্রায় সব জুনিয়র ফুটবলাররাই। আর সেই জার্সিরই ডিজাইন করেছেন টলিপাড়ার জনপ্রিয় ডিজাইনার অগ্নিমিত্রা। কলকাতা পুরসভা অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন ফুটবলার অলোক দাসকে।

[আগামী আইপিএল-এ আর দেখা যাবে না স্মিথ, ওয়ার্নারদের!]

২০১৫ সাল থেকে ভারতের ঐতিহ্যশালী আইএফএ শিল্ড অনূর্ধ্ব-১৯ দলগুলির টুর্নামেন্টে পরিণত হয়েছে। আই লিগ, ফেডারেশন কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগের মতো টুর্নামেন্টগুলি থাকায় ঠাসা ক্রীড়াসূচিতে সমস্যায় পড়ছিলেন সিনিয়র দলের ফুটবলাররা। সেই কারণেই আইএফএ শিল্ডকে জুনিয়র টুর্নামেন্টের তকমা দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত বছর এআইএফএফ ১৯-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির জুনিয়ররা। এবার দেখা অভিষেক ঘটিয়ে কলকাতা পুরসভা টুর্নামেন্টে কেমন পারফর্ম করে।

[৬৭ বলে এল ২০০ রান হাঁকিয়ে রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস