সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেজর লিগ ক্রিকেটে বড় ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক (MI New York)। ১০৫ রানে তারা হারাল লস এঞ্জেলস নাইট রাইডার্সকে (LA Knight Riders)।
জয়ের জন্য নাইটদের সামনে টার্গেট ছিল ১৫৬। রান তাড়া করতে নেমে নাইট রাইডার্স শেষ হয়ে যায় ৫০ রানে। ১৩.৫ ওভারে শেষ হয়ে যায় নাইট রাইডার্সের ইনিংস।
MI New York 🔵 dominates the LA Knight Riders to secure a valuable 2️⃣ points!
— Major League Cricket (@MLCricket)
রান তাড়া করতে নেমে নাইটদের শুরুটা ভাল হয়নি। তৃতীয় বলে উইকেট যায় নাইটদের। তার পর নাইট ব্যাটসম্যানরা ক্রিজে এসেছেন আর গিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ বোলার কেনজিগে, বোল্ট, রাবাদা, এহসান আদিল এবং পোলার্ড ২টি করে উইকেট নেন। নাইট ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র উন্মুক্ত চাঁদ সর্বোচ্চ ২৬ রান করেন।
THAT FEELING WHEN YOU GET DRE RUSS!🏃💨
3⃣9⃣/6⃣ (9.4)
— Major League Cricket (@MLCricket)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.