Advertisement
Advertisement
Telangana

রাজনীতিতে বিরাট লাফ আজহারের, বড়সড় পদ পেলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক

তেলেঙ্গানার ক্যাবিনেটেও স্থান পেতে পারেন তিনি। 

Mohammad Azharuddin nominated in Telangana Legislative Council
Published by: Anwesha Adhikary
  • Posted:August 31, 2025 5:26 pm
  • Updated:August 31, 2025 5:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক কেরিয়ারে নতুন ইনিংস মহম্মদ আজহারউদ্দিনের। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনীত করেছে কংগ্রেস। নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত আজহার নিজেও। সোশাল মিডিয়ায় দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। উল্লেখ্য, রাজ্যপাল কোটায় বিধান পরিষদে মনোনীত হয়েছেন আজহার।

Advertisement

শনিবার জানা যায়, কংগ্রেসশাসিত তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনয়ন দেওয়া হয়েছে আজহার এবং অধ্যাপক এম কোদানদারামকে। যদিও এর আগে কোদানদারামের মনোনয়ন বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এবার নতুন করে বিধান পরিষদে দু’জন সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার মধ্যেই অন্যতম আজহার। এর আগে অবশ্য তিনি লোকসভার সাংসদ হয়েছেন কংগ্রেসের টিকিটে। 

রাজনৈতিক কেরিয়ারে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আজহার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ধন্যবাদ জানান তেলেঙ্গানার ক্যবিনেটকে। সেই সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপালকেও ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে রাজ্যের সেবায় সর্বান্তকরণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আজহার। বিধান পরিষদ থেকে তেলেঙ্গানার ক্যাবিনেটেও স্থান পেতে পারেন তিনি। 

বিশ্লেষকদের মতে, এই সময়ে আজহারকে বিধান পরিষদের মনোনয়ন দেওয়াটা কংগ্রেসের মাস্টারস্ট্রোক। প্রথমত, তেলেঙ্গানার ক্যাবিনেটে কংগ্রেসের একজন মুসলিম মুখের প্রয়োজন ছিল। আজহার একদিকে যেমন মুসলিমদের প্রতিনিধি, তেমনই গ্রেটার হায়দরাবাদেরও। বর্তমানে ক্যাবিনেটে গ্রেটার হায়দরাবাদের কোনও প্রতিনিধি নেই। সেই অভাব পূরণ করবেন আজহার। অন্যদিকে, সামনেই জুবিলি হিলস কেন্দ্রের উপনির্বাচন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন আজহার। এবার সেই আসনে অন্য কাউকে প্রার্থী করতে পারে কংগ্রেস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ