সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগে এই ফেব্রুয়ারি মাসেই মহেন্দ্র সিং ধোনির সংসার আলো করে জন্ম নিয়েছিল জিবা। সেই সময় অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ব্যস্ত ছিলেন ক্যাপ্টেন কুল। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, সন্তানকে দেখতে ড্যাডি ধোনি কি টুর্নামেন্টের ফাঁকে ভারতে ফিরবেন না? ধোনি সাফ জানিয়ে দিয়েছিলেন, স্ত্রী ও কন্যা দু’জনই ভাল আছে। কিন্তু সেই মুহূর্তে তাঁর কাছে দেশ আগে। কারণ বিশ্বকাপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই জন্মের মুহূর্তের সাক্ষী থাকতে পারেননি ধোনি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এখন পরিবারকে অনেকটা বেশি সময় দেওয়ার চেষ্টা করেন মাহি। চলতি মাসের ৬ তারিখ মুসৌরিতে ধুমধাম করে মেয়ের জন্মদিন পালন করেছেন ধোনি ও সাক্ষী। এবার মেয়ের সঙ্গে মিষ্টি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাবা ধোনি।
বাইশ গজে প্রাক্তন ভারত অধিনায়ককে বহুবার ডাইভ দিতে তো দেখেছেন। কিন্তু মাঠে কখনও তাঁকে হামাগুড়ি দিতে দেখেছেন? শিশুর সঙ্গে খেলতে-খেলতে শিশু হয়ে উঠলেন ধোনিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জিবার সঙ্গে পাল্লা দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছেন বাবাও। মেয়ে এখনও হাঁটতে শেখেনি। তাতে কী? দু’পায়ে ভর দিয়ে হোক বা হামাগুড়ি দিয়ে, বাবাকে যে প্রতি পদক্ষেপে সে সঙ্গে পাবে, সেটাই যেন বুঝিয়ে দিলেন বাবা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
এখনও না দেখে থাকলে চটপট দেখে ফেলুন সেই ভিডিও। বাকিদের মতো আপনার মুখ থেকেও একটাই শব্দ বেরিয়ে আসবে। “অঅঅ…।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.