সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসের (Al Nassr) হয়তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) খেলবে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের পর ছবিটা পরিষ্কার হয়ে যায়।
পর্তুগিজ মহাতারকা নন, ভারতের মাটিতে খেলতে আসছেন আরেক মহাতারকা। তিনি নেইমার। সদ্যই সৌদি আরবের ক্লাব আল হিলালে সই করেছেন ব্রাজিলীয় ১০ নম্বর জার্সি ধারী। সৌদির ক্লাব ফুটবলে ফুল ফোটাতে দেখা যাবে তাঁকে। সেই তিনিই আল হিলালের হয়ে খেলতে আসবেন ভারতের মাটিতে। বহু বিশ্বকাপারই এসেছেন এদেশে। খেলেছেন এদেশের ক্লাবেও। কিন্তু ভারতের কোনও ক্লাবের বিরুদ্ধে খেলবেন বিশ্বফুটবলের এক মহাতারকা, তা মনে হয় স্মরণকালের মধ্যে ঘটেনি ভারতের ফুটবলে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বিন্যাস হয় আজ বৃহস্পতিবার। আর এই ড্রতেই জানা যায়, মুম্বই সিটি এফসি ও আল হিলাল রয়েছে একই গ্রুপে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। গ্রুপ ডি-তে মুম্বই সিটি-র সঙ্গে রয়েছে আল হিলাল, এফসি নাসাজি মাজানদারান, পিএফসি নাভবাহোর নামানগান।
শুধু কী আর নেইমার! এক ঝাঁক দুরন্ত ফুটবলার আল হিলালের হয়ে খেলতে আসছেন ভারতে। আল হিলালের গোল আগলানোর দায়িত্বে রয়েছেন ইয়াসিন বোনো। আছেন ব্রাজিলেরই একাধিক খেলোয়াড়। সার্বিয়ান মিত্রোভিচ, স্যাভিচের পাশাপাশি পর্তুগিজ রুবেন নেভেস আছেন আল হিলালে। সেনেগালের কালিদৌ কুলিবালিও খেলবেন সৌদির ক্লাবটির জার্সি গায়ে। গ্রুপ ই-তে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। একই গ্রুপে রয়েছে আল দুহেইল এসসি, পার্সিপোলিস ও ইস্তিকলোল।
That moment when were drawn out at the as part of Group D
— Mumbai City FC (@MumbaiCityFC)
তারকা ফুটবলারদের নতুন ঠিকানা এখন সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এসেছিলেন আগেই। তাঁর দেখানো পথ অনুসরণ করে একে একে সৌদি আরবে এসেছেন করিম বেঞ্জিমা, সাদিও মানেরা।
৩০০ মিলিয়ন ডলার চুক্তির বিনিময়ে আল হিলালে সই করেন ব্রাজিলীয় তারকা। ৯ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে আল হিলালের জার্সিতে নেইমার। সেই নেইমারই এবার খেলবেন ভারতে। খেলবেন মুম্বই সিটি এফসি-র সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.