সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত (India) না অস্ট্রেলিয়া (Australia), কোন দল জিতবে বলে আপনার মনে হয়? অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেই (David Warner) এমন উদ্ভট প্রশ্ন করে বসলেন এক ভক্ত। যার উত্তরে অজি বাঁ হাতি ওপেনার বললেন, ”মজার প্রশ্ন।”
১৯ নভেম্বর আহমেদাবাদে মেগাফাইনাল। দুই দল তৈরি হচ্ছে শেষ যুদ্ধের জন্য। ইডেন গার্ডেন্সে সেমি-যুদ্ধ জিতে ওঠার পরে ডেভিড ওয়ার্নার সোশাল মিডিয়ায় লিখেছেন, ”সেই কোন ছেলেবেলা থেকে স্বপ্ন দেখে আসছি, বিশ্বকাপ ফাইনাল খেলতে নামব। গ্যালারি পুরোদস্তুর ভর্তি থাকবে। তর আর সইছে না। কোন দিকে তোমরা?”
ওয়ার্নারের এহেন সোশাল মিডিয়া বার্তার পরেই এক নেটিজেন তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন, ”ভাই, আমরা তোমাকে প্রশ্ন করছি। তুমি এবার উত্তর দাও। কে জিতবে? ভারত না অস্ট্রেলিয়া? আশা করি তুমি ভারতের দিকেই।” ভক্তের এহেন বক্তব্যে হেসে ফেলেন ওয়ার্নার। লেখেন, “দ্যাটস ফানি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.