প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে ভারতীয় কুস্তি। জাল বার্থ সার্টিফিকেট দেওয়ায় ১১ জন কুস্তিগিরকে সাসপেন্ড করল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া। ফেডারেশনের পক্ষ থেকে কিছুদিন আগে দিল্লি পুরসভা ১১০টি নথি পরীক্ষা করতে দেয়। সেখানেই এই ১১ কুস্তিগিরকে খুঁজে পায় তারা। তাঁদের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ।
এই কুস্তিগিররা বয়সভিত্তিক টুর্নামেন্টের সুবিধা নিয়ে গিয়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন। দিল্লি পুরসভার পক্ষ থেকে এ কথা জানানো হয় ফেডারেশনকে। এরপরেই বয়স ভাঁড়ানোর অভিযোগে ওই ১১ জনকে বরখাস্ত করে ভারতীয় কুস্তি ফেডারেশন। তারা ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে।
কুস্তি ফেডারেশনের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই’কে বলেন, “আমরা ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। WFI সব সময় স্বচ্ছতা বজায় রাখতে চায়। কিছুতেই আমরা ভারতীয় কুস্তিকে কালিমালিপ্ত হতে দেব না। অনেক প্রতিযোগিতায় বোঝা যাচ্ছে, কম বয়সি কুস্তিগিররা বেশি বয়সিদের সঙ্গে খেলছে। এটা তো চলতে পারে না। যাঁরা নিয়ম মেনে সঠিক বার্থ সার্টিফিকেট দেখিয়ে খেলছেন, তাঁরা যাতে কোনওভাবে বঞ্চিত না হন, সে ব্যাপারে আমরা নজর রাখছি।”
১১ জন নির্বাসিত কুস্তিগিররা হলেন যথাক্রমে – আরুষ রানা, জাগরুপ ধনখড়, শুভম, সক্ষম, কবিতা, মনুজ, অংশু, গৌতম, দুষ্মন্ত, নকুল ও সিদ্ধার্থ বালিয়ান। এরমধ্যে ১০ জনই পুরুষ। দিল্লি পুরসভা জানিয়েছে, এই কুস্তিগিরদের মধ্যে ৬ জনের জাল সার্টিফিকেট তৈরি করেছিল নারেলা। দু’জনের সার্টিফিকেট তৈরি হয়েছিল নজফগড়ে। আরও তিনজনের তৈরি হয়েছিল যথাক্রমে রোহিণী, সিভিল লাইনস ও সিটি জোনে। কীভাবে ভুয়ো সার্টিফিকেট তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখছে দিল্লি পুরসভা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.