Advertisement
Advertisement
Fauja Singh

পালিয়েও হল না শেষরক্ষা, ম্যারাথন রানার ফৌজা সিংয়ের মৃত্যুতে গ্রেপ্তার প্রবাসী ভারতীয়

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১৪ বছর বয়সি ফৌজা সিংয়ের।

A NRI arrested in hit-and-run death of legendary marathoner Fauja Singh
Published by: Arpan Das
  • Posted:July 16, 2025 9:56 am
  • Updated:July 16, 2025 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন ১১৪ বছর বয়সি ম্যারাথন রানার ফৌজা সিং। জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ফৌজা সিংয়ের মৃত্যুর ঘটনায় ৩০ বছর বয়সি প্রবাসী ভারতীয় অমৃতপাল সিং ধিলোঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।

Advertisement

অ্যাথলেটিক মহলে ফৌজা সিং পরিচিত ছিলেন টার্বান্ড টর্নেডো নামে। ৮৯ বছর বয়সে প্রথম তিনি নামেন রেসের ট্র্যাকে। মৃত্যুর আগের দিন পর্যন্ত দিব্যি হেঁটে-চলে বেড়িয়েছেন তিনি। নেশামুক্ত সমাজ গড়তেও সচেতনতামূলক প্রচার করেছেন। শেষ পর্যন্ত পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন তিনি। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে জলন্ধরের দাসুপুরের বাসিন্দা অমৃতপালকে হেফাজতে নিয়েছে নিয়েছে পুলিশ। ভোগপুর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার অমৃতপালকে কোর্টে তোলার কথা।

পুলিশের মতে, ফৌজা সিংয়ের দুর্ঘটনার পর ওই রাস্তায় ওই সময়ে যাওয়া গাড়ির তালিকা তৈরি করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় একটি ফরচুনার এসইউভি-কে চিহ্নিত করা হয়। যা রেজিস্টার করা আছে কাপুরথালার বাসিন্দা ভারিন্দর সিংয়ের নামে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, তিনি গাড়িটি দু’বছর আগে অমৃতপালকে বিক্রি করেছিলেন। অমৃতপাল কিছুদিন আগেই কানাডা থেকে ফিরেছেন। এক পুলিশকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর অমৃতপাল জলন্ধর শহরে আর গাড়ি নিয়ে ঢোকেননি। বরং বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে পালিয়ে নিজের গ্রামে পৌঁছন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যাচ্ছে, অমৃতপাল এক পৌঢ় ব্যক্তিকে আঘাত করার কথা স্বীকার করে নিয়েছেন। কিন্তু তখনও তিনি জানতেন না, সেটা ফৌজা সিং।

পাঞ্জাবের জলন্ধরে ১৯১১ সালের পয়লা এপ্রিল জন্ম হয় ফৌজার। লন্ডন ম্যারাথনে দৌড়েছিলেন ২০০০ সালে। তারপর একাধিক প্রতিযোগিতায় অংশ নেন। ৪২ কিলোমিটার ম্যারাথনে নানা দেশে গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৪ আথেন্স এবং ২০১২ লন্ডন অলিম্পিকের মশালবাহকও ছিলেন ফৌজা। কয়েকবছর আগে ডেভিড বেকহ্যাম এবং মহম্মদ আলির সঙ্গে একটি বিজ্ঞাপনও করেছিলেন। ১০২ বছর বয়সে প্রতিযোগিতামূলক দৌড় থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু সমাজকল্যাণমূলক কাজে তারপরেও দৌড়তে দেখা গিয়েছে ফৌজাকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement