Advertisement
Advertisement
Commonwealth Games

২০৩০ কমনওয়েলথ গেমসের ভেন্যু আহমেদাবাদই, বিড করার ছাড়পত্র মন্ত্রিসভায়

২০২৩ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল আয়োজিত হয়েছিল এই শহরেই।

Ahmedabad to host 2030 Commonwealth Games, Cabinet approves bid
Published by: Prasenjit Dutta
  • Posted:August 27, 2025 6:13 pm
  • Updated:August 27, 2025 6:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আসর ভারতে বসার সম্ভাবনা উজ্জ্বল। মেগা এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে বিড করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর তাতে এবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে আহমেদাবাদকে আয়োজক শহর হিসাবে মনোনীত করা হয়েছে।

Advertisement

বলা হয়েছে, আয়োজক হিসাবে এই শহরের বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো বহন করতে প্রস্তুত। তাছাড়াও এখানকার ক্রীড়া সংস্কৃতিও উন্নত মানের। আন্তর্জাতিক স্তরের ইভেন্ট পরিচালনার অভিজ্ঞতার জন্যও পরিচিত এই শহর। উল্লেখ্য, ২০২৩ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল আয়োজিত হয়েছিল এই শহরেই। সেই কারণেই আয়োজক শহর হিসাবে আহমেদাবাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২০৩০ সালের কমনওয়েলথ গেমসে ৭২টি দেশ অংশ নিতে পারে মনে করা হচ্ছে। এর ফলে বিরাট সংখ্যক অ্যাথলিট, কোচ, কর্মকর্তা, সমর্থক, মিডিয়া কর্মীরা ভারতে আসবেন। এতে দেশের পর্যটন, হসপিটালিটি, বাজার, পরিবহণ খাতে অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে। কমনওয়েলথ গেমস কেবল ক্রীড়া উৎসবই নয়, এতে ক্রীড়া বিজ্ঞান, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ব্রডকাস্টিং, আইটি এবং জনসংযোগ-সহ বহু খাতে কর্মসংস্থানের নতুন দরজা খুলবে বলে মনে করা হচ্ছে। ২০১০ সালে শেষবার কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ভারতে। সেবছর দিল্লিতে আয়োজিত হয়েছিল ইভেন্টটি। এবার গেমস আয়োজনের দায়িত্ব ভারত পেলে তা হবে আহমেদাবাদে।

সম্প্রতি কমনওয়েলথ স্পোর্টের এক প্রতিনিধিদল আহমেদাবাদে পরিকাঠামো তদারকি গিয়েছিল। সেই দলে ছিলেন ডিরেক্টর অফ গেমস ড্যারেন হল। গুজরাটে সরকারি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, আরও বড় প্রতিনিধিদল ফের আসতে চলেছে। প্রশ্ন হল, ভারতে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আসর বসবে কি না, তা কবে জানা যাবে? এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত। কমনওয়েলথ স্পোর্টের জেনারেল অ্যাসেম্বলি গ্লাসগো থেকে ঘোষণা করবেন সে কথা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ