Advertisement
Advertisement
French Open

হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার মানলেন সিনার, টানা দ্বিতীয়বার লাল সুরকির রাজা আলকারাজ

ফাইনালে দীর্ঘতম পাঁচ সেটের লড়াই রোলাঁ গারোয়।

alcaraz beat sinner in French Open
Published by: Kishore Ghosh
  • Posted:June 9, 2025 12:35 am
  • Updated:June 9, 2025 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন নয়, পুরনো রাজাকেই পছন্দ করল লাল সুরকির কোর্ট। টানা দ্বিতীয়বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। রোলাঁ গারোর ফাইনালে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার মানলেন ইটালির টেনিস তারকা জানিক সিনার। ফরাসি ওপেনের ইতিহাসে পুরুষদের ফাইনালের দীর্ঘতম ম্যাচে সিনারকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৭-৬, ৭-৬ গেমে হারিয়ে নতুন আখ্যান লিখলেন আলকারা‌জ।

প্রথম সেটের ওপেনিং গেম চলে ১২ মিনিট। সেখানে জেতেন সিনার। গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ সমানে-সমানে লড়াই চালান। একসময় ফলাফল ছিল ৪-৪। এর মাঝে আলকারাজের ডানচোখে সমস্যা হয়। হয়তো তাতেই কিছুটা ফোকাস নড়ে গিয়েছিল স্প্যানিশ তারকার। সেখান থেকে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার।

দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথম সেটের ধাক্কা সামলানোর আগেই প্রথম গেমে এগিয়ে যান সিনার। বেসলাইন থেকে ক্রমাগত চাপ বাড়িয়ে ৩-০ ব্যবধান করে নেন তিনি। সেখান থেকে কামব্যাক শুরু হয় আলকারাজের। দ্রুত ৪-২ করে নেন। গোটা স্টেডিয়াম তখন গতবারের বিজয়ীর জন্য স্লোগানে মাতোয়ারা। সিনারের আধিপত্যকে ধাক্কা দিয়ে ৫-৫ করে ফেলেন আলকারাজ। দ্বিতীয় সেটে ৬-৬ থাকার পর টাইব্রেকারে গড়ায়। রুদ্ধশ্বাস টাইব্রেকার সিনার জিতে নেন ৭-৪ ব্যবধানে।

এদিন যেন লাল সুরকির কোর্টে চলছিল এক সবুজ ম্যাচ! একে একে মারে, ফেডারার, নাদালরা বিদায় নিয়েছেন টেনিস দুনিয়া থেকে। সময় বলছে জকোভিচের বিদায়ও আসন্ন। এমন সময় ২৩ বছরের সিনার এবং ২২ বছরের আলকারাজ নয়া ফরাসি রূপকথা লিখলেন। যা সাম্প্রতিক গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হয়ে থাকল। তৃতীয় সেটের শুরুতেই সিনার বিপক্ষকে ব্রেক করে দেওয়ার পর মনে হয়েছিল, তাঁর হাতে ট্রফি ওঠা সময়ের অপেক্ষা। কিন্তু পর পর দু’বার সিনারকে ব্রেক করে ম্যাচে ফিরে আসেন প্রতিপক্ষ আলকারাজ। এভাবেই লড়াই চলেছে অন্তিত পর্যায় পর্যন্ত। পঞ্চম সেটে সুপার টাইব্রেকার অবধি চলে লড়াই। শেষ পর্যন্ত আলকারাজের ফোরহ্যান্ডের কাছে হার মানেন সিনার। দ্বিতীয়বার ইতিহাস লেখেন টেনিস পৃথিবীর নতুন শক্তি কার্লোস আলকারাজ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement