Advertisement
Advertisement
Abhinav Sau

কাজাখস্তানে শুটিংয়ে জোড়া সোনা আসানসোলের কিশোরের! অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ও দলগত উভয় বিভাগেই সাফল্য পেল অভিনব।

Asansol's Abhinav Sau wins gold in junior air rifle category at the 16th Asian Shooting Championship
Published by: Biswadip Dey
  • Posted:August 21, 2025 10:10 pm
  • Updated:August 21, 2025 10:34 pm  

শিলাজিৎ সরকার: কাজাখস্তানে সোনা জিতল আসানসোলের কিশোর অভিনব সাউ৷ ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জয় করল সে। তার সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে অভিনন্দন জানিয়েছেন অভিনবকে।

Advertisement

কাজাখস্তানের শ্যামকেন্ত-এ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করছে অভিনব। আর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র পর্যায়ে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতল সে। ব্যক্তিগত বিভাগে ২৫০.৪-২৫০.৩ পয়েন্টে সে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার হুন সেও লি-কে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশুরা ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে হারিয়েছে চিনকে।

বাংলার ছেলের এহেন সাফল্যের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স হ্যান্ডলে লিখতে দেখা গিয়েছে, ‘আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদেরও আমার অভিনন্দন। আমি আগামীতে অভিনবর আরও সাফল্য কামনা করছি।’

সোনা জয়ের পর হোয়্যাটসঅ্যাপ কলে সংবাদ প্রতিদিনকে অভিনব সাউ বলছিল, ”যোগ্যতা অর্জন পর্বটা আমার বিশেষ ভালো যায়নি। তাই ফাইনালে নিজের পারফরম্যান্সে উন্নতি করতে চেয়েছিলাম। শেষ রাউন্ডের আগে পর্যন্ত পিছিয়ে থাকলেও আশা ছাড়িনি। চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে।” উল্লেখ্য, এই নিয়ে বিভিন্ন বিভাগ মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একডজন পদক জিতল আসানসোলের কিশোর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement