Advertisement
Advertisement
Hockey India

অধিনায়ক হরমনপ্রীতের জোড়া গোল, জাপানকে হারিয়ে হকি এশিয়া কাপের সুপার ফোরে ভারত

হকি এশিয়া কাপে চিনের পর জাপানকেও হারালেন হরমনপ্রীতরা।

Asia Cup 2025: India Hockey Team beats Japan to qualify for Super four
Published by: Arpan Das
  • Posted:August 31, 2025 5:30 pm
  • Updated:August 31, 2025 5:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হকি এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় ভারতের। বিহারের রাজগীরে আয়োজিত হকি এশিয়া কাপে জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জিতল ভারতীয় দল। জোড়া গোল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের। যার সুবাদে এশিয়া কাপের সুপার চারেও পৌঁছে গেল ভারত।

Advertisement

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে ৪-৩ গোলে জিতেছিল ভারতীয় দল। সেখানে ভারতকে ভুগিয়েছিল রক্ষণ বিভাগ। দ্বিতীয় ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। তবে এই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ভারত। ৪ মিনিটে গোল করেন মনদীপ সিং। যা এই টুর্নামেন্টে ভারতের প্রথম ‘ওপেন’ গোল। ঠিক পরের মিনিটেই ফের গোল। পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তবে তারপর আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভারত। বরং একাধিকবার দুরন্ত সেভ করেন গোলকিপার কৃষাণ পাঠক। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত।

কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে ব্যবধান কমায় জাপান। তৃতীয় কোয়ার্টারের ৮ মিনিটে গোল করেন জাপানের কোসেই কাওয়াবে। সেই সময় যথেষ্ট চাপ বেড়েছিল ভারতের উপর। সেক্ষেত্রেও রক্ষাকর্তা সেই হরমনপ্রীত। ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে যান তিনি। কিন্তু তাতেও হাল ছাড়েননি জাপান। শেষ পর্যন্ত ভারতকে চাপে রাখে। যার জেরে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি গোলের ব্যবধানও কমান কাওয়াবে। যদিও ভারত ৩-২ গোলে ম্যাচ জেতে।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল এ-র শীর্ষে ভারত। এই গ্রুপে ভারতের শেষ ম্যাচ কাজাখস্থানের বিরুদ্ধে। যারা এদিন চিনের কাছে ১-১৩ গোলে পরাজিত হয়েছে। এই গ্রুপে চিন ও জাপান দুদলেরই পয়েন্ট ৩। শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ফলে যেই জিতুক না কেন, ভারতের পয়েন্টকে টপকাতে পারবে না। শেষ ম্যাচে ভারত হারলেও সেরা দুই দলের মধ্যে থেকে সুপার ফোরে যাওয়া আটকানো যাবে না। সেই হিসেবে সুপার ফোরে পৌঁছে গেলেন হরমনপ্রীতরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ