Advertisement
Advertisement

Breaking News

Asian Athletics Championships 2025

৩৬ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা অবিনাশের

১০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন জ্যোতি ইয়ারাজি।

Avinash wins gold at Asian Athletics Championships, ending 36-year wait
Published by: Prasenjit Dutta
  • Posted:May 29, 2025 9:42 pm
  • Updated:May 29, 2025 9:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেও পদকপ্রাপ্তি ভারতের। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতের ৩৬ বছরের স্বর্ণপদকের অপেক্ষার অবসান ঘটিয়েছেন অবিনাশ সাবলে। চলতি প্রতিযোগিতায় তিনি সোনা জিতলেন। ৮:২০.৯২ সেকেন্ড তিনি দৌড় শেষ করে ইতিহাস তৈরি করেন।

Advertisement

১৯৮৯ সালে প্রথম ভারতীয় হিসেবে ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন দিনা রাম। তাঁর পর রেকর্ড বুকে নিজের নাম তুলেছেন সাবলে। দিনের শেষে জ্যোতি ইয়ারাজি ১০০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন। জাপানের তানাকা এবং চিনের উ-কে পিছনে ফেলে ভারতকে চতুর্থ সোনা এনে দেন জ্যোতি।

বৃহস্পতিবার, দিনের শুরুতে পুরুষদের ৪x৪০০ মিটার রিলে ভারতীয় দল (রিন্স জোসেফ, ধর্মবীর চৌধুরী, মানু থেক্কিনিল সাজি এবং মোহিত কুমার) আশা জাগিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে, মহিলাদের ১০,০০০ মিটার ফাইনালে সঞ্জীবনী যাদব পঞ্চম স্থান অর্জন করেন। তার ঠিক পরে শেষ করেন সতীর্থ সীমা।

উল্লেখ্য, মঙ্গলবার ভারতকে ৮ বছর পর সোনালি সাফল্য এনে দিয়েছিলেন গুলবীর সিং। ১০ হাজার মিটার রেসে সোনার পদক পেয়েছিলেন। বুধবার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ভারত ছ’টি পদক জেতে। স্বর্ণপদক পায় ভারতীয় মিক্সড রিলে টিম। ডেকাথলন ইভেন্টে রুপো জেতেন তেজস্বিন শঙ্কর। তাছাড়াও ভারতের প্রবীণ চিত্রাভেল পুরুষদের ট্রিপল জাম্পে রুপো জয় করেন। অন্যদিকে, রূপল চৌধুরী মহিলাদের ৪০০ মিটার দৌড়ে রুপোর পদক জয় করেন। মহিলাদের ১৫০০ মিটারে রুপোর পদক জেতেন পূজা। পুরুষদের ১৫০০ মিটারে ব্রোঞ্জ পদক জেতেন ইউনুস শাহ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement