ইতিহাস গড়লেন ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা। ছবি: X হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়লেন ভারতের মহিলা ব্যাডমিন্টন (Badminton) খেলোয়াড়রা। সেলাঙ্গরে ভারতের মহিলা দলের জয়জয়কার চলছেই। এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে (Badminton Asia Team Championships)। দাপট দেখিয়ে ইতিহাস রচনা করলেন পিভি সিন্ধু ও তাঁর সতীর্থরা।
ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারাল ভারতীয় দল। এবং এই জয়ের ফলে প্রথমবার এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব এবং গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি।
Make way for the history makers, the girls of 🇮🇳an 🏸😍🥳
Kudos to these powerhouses as they clinch 🇮🇳 Women’s Team’s FIRST-EVER medal at , smashing through obstacles to emerge as CHAMPIONS 🏆 against 🇹🇭🔥
Many congratulations to all! This…
— SAI Media (@Media_SAI)
ইতিহাস গড়লেও ভারতের জয় একেবারেই সহজ ছিল না। জয় দিয়েই অভিযান শুরু করেন দুবারের অলিম্পিকে পদকজয়ী সিন্ধু। মাত্র ৩৯ মিনিটেই ২১-১২, ২১-১২ ব্যবধানে থাইল্যান্ডের সুপানিন্দা কাথেংয়ের বিরুদ্ধে জিতে যান তিনি। এর পর দ্বিতীয় ম্যাচেও জিতে যায় ভারত। গায়ত্রী-তৃষা জুটি ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে হারান জংকলফাম কিতিথারকুল-রাউইন্দা প্রাজঙ্গল জুটিকে। তৃতীয় গেমে এক সময় ৬-১১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। সেখানে থেকে দুরন্ত লড়াই করে গেম এবং ম্যাচ ছিনিয়ে নেন গায়ত্রী-জলি। হাড্ডাহাড্ডি ম্যাচে তাঁদের জয় ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।
Meet the rockstars who led us to victory ✌️ today at 🏸😍
Can’t thank 17- year old Anmol Kharb enough! The girl has got nerves of steel as she secured the final victory in style for 🇮🇳 😍🥇
Our experienced ‘s dominance and the dynamic…
— SAI Media (@Media_SAI)
যদিও এর পর ভারতকে হার দেখতে হয়। অস্মিতা চাহিলা ১১-২১, ১৪-২১ ফলে হেরে যান থাইল্যান্ডের বুসানান ওবামরুংফামের কাছে। দ্বিতীয় ডবলস ম্যাচেও ভারতকে হারিয়ে ২-২ করে ফেলে থাইল্যান্ড। শেষ ম্যাচে ভারতের হয়ে নামেন বিশ্বের ৪৭২ নম্বর আনমোল। তিনি নম্বর পর্নপিচা চোইকিওংকে ২১-১১, ২১-১৪ ব্যবধানে হারিয়ে দেন। তাঁর জয়ের সঙ্গে সঙ্গে এশীয় ব্যাডমিন্টনে মহিলাদের দলগত বিভাগে প্রথম বার চ্যাম্পিয়ন হল ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.