Advertisement
Advertisement
Pranati Nayak

প্রথম ভারতীয় হিসেবে জিমন্যাস্টিকসে নজির বঙ্গকন্যা প্রণতির, ভাঙলেন দীপার রেকর্ড

এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে তৃতীয় পদক পেলেন তিনি।

Bengali girl Pranati Nayak becomes first Indian to achieve a feat in gymnastics, breaks Deepa's record

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:June 14, 2025 3:57 pm
  • Updated:June 14, 2025 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় হিসেবে নজির বঙ্গকন্যা প্রণতি নায়েকের। দক্ষিণ কোরিয়ার জেচিওন জিমনেসিয়ামে এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন ৩০ বছর বয়সি এই জিমন্যাস্ট। 

প্রণতির স্কোর ছিল ১৩.৪৬৬। এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে এটি প্রণতির তৃতীয় পদক। তিনটি ক্ষেত্রেই ব্রোঞ্জ জিতেছেন তিনি। এক্ষেত্রে দীপা কর্মকারকে পিছনে ফেলেছেন তিনি। তবে, দীপা জিতেছিলেন দু’টি পদক। এর মধ্যে অবশ্য একটি স্বর্ণপদক-সহ ছিল একটি ব্রোঞ্জ। তাছাড়াও দীপা কর্মকার এবং অরুণা রেড্ডির পর তিনিই তৃতীয় ভারতীয় জিমন্যাস্ট, যিনি ভল্টে আন্তর্জাতিক পদক জিতেছেন।

অন্যদিকে, প্রতিষ্ঠা সামন্ত চতুর্থ স্থান অর্জন করেছেন। তাঁর স্কোর ছিল ১৩.০১৬। প্রথম ভারতীয় হিসেবে নজির জয়ী প্রণতি নায়েকের। প্রণতি এর আগে ২০১৯ (উলানবাটোর) এবং ২০২২ (দোহা) এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন। এ বছরের মার্চে তিনি তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত FIG আর্টিস্টিক জিমন্যাস্টিকস অ্যাপারেটাস ওয়ার্ল্ড কাপে ভল্ট ফাইনালেও ব্রোঞ্জ জিতেছিলেন।

জেচিওন জিমনেসিয়ামে ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে প্রণতি তৃতীয়বারের মতো এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ভল্টে ব্রোঞ্জ পদক অর্জন করলেন। তিনি এই মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে একমাত্র ভারতীয় হিসেবে সর্বাধিক পদক জয়ী জিমন্যাস্ট। যাঁর রেকর্ড তিনি ভাঙলেন, সেই দীপা কর্মকার ২০১৬ সালের রিও ডি জেনেইরো অলিম্পিকে অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন। তবে, ২০২৪-এর প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করার পর এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপকে হয়তো জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন প্রণতি। আর সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement