Advertisement
Advertisement
Bjorn Borg

শরীরে বাসা বাঁধে মারণ ক্যানসার, উইম্বলডন ফাইনালের মতো ‘লড়াই’ বিয়ন বর্গের!

এখন কেমন আছেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়?

Bjorn Borg reveals fight with prostate cancer in his upcoming autobiography
Published by: Arpan Das
  • Posted:September 5, 2025 7:06 pm
  • Updated:September 5, 2025 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি টেনিস তারকা বিয়ন বর্গ। নিজের জীবনীমূলক গ্রন্থ ‘হার্টবিটস’ প্রকাশের আগে নিজের জীবনের কঠিন অধ্যায়ের গল্প ভাগ করে নিলেন তিনি। তবে ২০২৪-এ প্রস্টেট ক্যানসারের অস্ত্রোপচারের পর এখন বর্গ সুস্থ আছেন বলে জানিয়েছেন।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুইডেনের ৬৯ বছর বয়সি বর্গ বলছেন, “আমার শরীরে এখন আর কিছু নেই। কিন্তু ৬ মাস পর পর আমাকে শারীরিক পরীক্ষা করাতে হয়। গোটা প্রক্রিয়াটায় আমার এখন মজাই লাগে। এখন আমি ভালো আছি। কোনও সমস্যা নেই।” তাঁর স্ত্রী প্যাত্রিসিয়ার সঙ্গে গত আড়াই বছর ‘হার্টবিটস’ গ্রন্থটি লিখছেন। সেখানে নিজেদের সম্পর্ক, পরিবার-সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। গ্রন্থটি ১৮ সেপ্টেম্বর ইংল্যান্ডে ও ২৩ সেপ্টেম্বর আমেরিকায় প্রকাশিত হবে।

তিনি আরও জানান, “খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। বাইরে থেকে কিছু বুঝতে পারছিলাম না। সব ঠিকই ছিল, একদিন হঠাৎ করে রোগ ধরা পড়ল।” ২০২৩-র সেপ্টেম্বরে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বর্গ বলছেন, “মানসিকভাবে খুবই কঠিন সময় ছিল। কারণ কেউ জানে না ভবিষ্যতে কী আছে? তখন শুধু ভাবতাম, আমার একজন নতুন প্রতিপক্ষ এসেছে। যাকে এখন বাগে আনা যাচ্ছে না ঠিকই, তবে তাঁকে আমি হারাবই। আমি হাল ছাড়ব না। উইম্বলডন ফাইনালে যেভাবে লড়েছি, সেভাবেই প্রত্যেকদিন লড়াই করতাম।”

উইম্বলডন ফাইনালের কথাটা একটু বিশেষ করেই বলা যায়। কারণ ১৯৭৬ থেকে ১৯৮০ সালে টানা পাঁচবার নজির গড়ে বর্গ উইম্বলডন জিতেছিলেন। এছাড়া ১৯৭৪ থেকে ১৯৮১-র মধ্যেও পাঁচবার ফরাসি ওপেন জেতেন। তবে চারবার ফাইনালে উঠেও যুক্তরাষ্ট্র ওপেন জেতা হয়নি। আর সেই টুর্নামেন্ট চলাকালীনই নিজের ক্যানসারের কথা জানালেন বর্গ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement