Advertisement
Advertisement
Hockey Asia Cup

হরমনপ্রীতের হ্যাটট্রিক, চিনের বিরুদ্ধে হিমশিম খেয়েও জয় দিয়ে হকি এশিয়া কাপ শুরু ভারতের

'দুর্বল' চিনের বিরুদ্ধে পিছিয়েও পড়েছিল ভারত।

Captain Harmanpreet Singh Bags Hattrick As India Clinch Dramatic Win vs China in Hockey Asia Cup
Published by: Arpan Das
  • Posted:August 29, 2025 6:26 pm
  • Updated:August 29, 2025 6:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়ে হকির এশিয়া কাপের অভিযান শুরু করল ভারত। বিহারের রাজগীরে আয়োজিত হকি এশিয়া কাপে চিনের বিরুদ্ধে ৪-৩ গোলে জিতল ভারতীয় দল। তবে তুলনায় দুর্বল চিনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও কামব্যাক করেন হরমনপ্রীতরা। আর তিনিই হ্যাটট্রিক করে দলকে জেতান।

Advertisement

ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে ভারত। শুরু থেকেই ঝড়ের বেগে আক্রমণ করেছিল ভারত। কিন্তু ম্যাচের গতির উলটো দিকে গিয়েই পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যায় চিন। তাদের হয়ে গোল করে যান ডু শিহাও। তবে চার মিনিটের মধ্যেই পালটা দেয় ভারত। দ্বিতীয় কোয়ার্টার শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিং। পরের মিনিটেই ফের গোল। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ড্র্যাগ ফ্লিকে দারুণ গোল করেন। হাফটাইমে ২-১ গোলে এগিয়ে ছিল ভারত। চিনের থেকে অনেক বেশি সুযোগ তৈরি করেছিলেন হরমনপ্রীতরা।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের হরমনপ্রীতের ম্যাজিক। ৩-১ গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু যেভাবে চাপ তৈরি করেছিল ভারতীয় দল, তা আচমকা হাতছাড়া করে ফেলে। পালটা লড়াই দিতে শুরু করে চিন। দু’মিনিটের মাথায় ভারতের রক্ষণের ব্যর্থতাকে কাজে লাগিয়ে গোল করেন চিনের চেন বেনহাই। তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে ফের আঘাত চিনের। কিছুক্ষণের মধ্যেই সমাধান ফেরায় তারা। গোল করেন জেশেং গাও।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। চতুর্থ কোয়ার্টার শুরুর মিনিট তিনেকের মধ্যে গোল করেন হরমনপ্রীত। এর আগে একাধিকবার পেনাল্টি কর্নার মিস করেছিলেন। এবার আর সেই ভুল করেননি। গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ৪-৩ গোলেই জেতে ভারত। শেষের দিকে জার্মানপ্রীত সিং হলুদ কার্ড দেখে পাঁচ মিনিট মাঠের বাইরে থাকেন। তবে চিন আর বিপদ বাড়াতে পারেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ