সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন রানি পেল লাল সুড়কি। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন আমেরিকার ২১ বছরের তারকা কোকো গফ। তিন সেটের রুদ্ধশ্বাস লড়াই শেষে গফের কাছে হার মানলেন আরিয়ান সাবালেঙ্কা।
ফাইনালের লড়াই ছিল বিশ্বের এক বনাম দুনম্বর তারকার। ইগা শিয়নটেককে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ‘লাল সুরকির রানি’ সাবালেঙ্কা। আর এ বারের ফরাসি ওপেনের চমক লস বোয়াসঁকে হারিয়ে উঠেছিলেন গফ। ফাইনালে বিশ্বের সেরা দুই মহিলা টেনিস তারকার লড়াই যে রোমহর্ষক হবে সেটা প্রত্যাশিত ছিল। সেই মতো প্রথম সেটে টানটান লড়াই হল। ৭৮ মিনিটের লড়াই শেষে টাই ব্রেকারে প্রথম সেটটি হেরে যান গফ।
What a crazy match point 🤯
— Roland-Garros (@rolandgarros)
কিন্তু তারপরই দুর্দান্ত কামব্যাক করেন ২১ বছরের আমেরিকান তারকা। দ্বিতীয় ও তৃতীয় সেটে সেভাবে পাত্তাই পেলেন না সাবালেঙ্কা। পরপর দু সেট গফ জিতলেন ৬-২, ৬-৪ ব্যবধানে। দ্বিতীয় সেটে একাধিকবার সাবালেঙ্কার সার্ভিস ভাঙলেন তিনি। সব মিলিয়ে ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে শেষ হাসি আমেরিকার তরুণীর।
ফরাসি ওপেনে এই প্রথম চ্যাম্পিয়ন হলেন গফ। এর আগে তাঁর কেরিয়ারের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম ছল ২০২৩ সালের যুক্তরাষ্ট্র ওপেন। গফের আগে শেষ যে আমেরিকান ফরাসি ওপেনের শিরোপা জিতেছিলেন তাঁর নাম সেরেনা উইলিয়ামস। সেটা ২০১৫ সাল। এক দশক বাদে ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফরাসি ওপেনের মহিলাদের খেতাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.