Advertisement
Advertisement
US Open

যত কাণ্ড যুক্তরাষ্ট্র ওপেনে! ফটোগ্রাফারের কীর্তিতে থামল খেলা, হেরে র‍্যাকেট ভাঙলেন মেদভেদেভ

আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা।

Daniil Medvedev exits from US Open after photographer incident on match point
Published by: Arpan Das
  • Posted:August 25, 2025 1:57 pm
  • Updated:August 25, 2025 1:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড যুক্তরাষ্ট্র ওপেনে! প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভ। অঘটন ঘটা এক ব্যাপার। কিন্তু সেই বিদায়ের সঙ্গে জড়িয়ে রইল একরাশ নাটক। সব মিলিয়ে ফ্রান্সের বেঞ্জামিন বোঞ্জির কাছে ৩-৬, ৫-৭, ৭-৬ (৭-৫), ৬-০, ৪-৬ ব্যবধানে হারলেন ২০২১-এর যুক্তরাষ্ট্র ওপেনজয়ী মেদভেদেভ।

Advertisement

ঠিক কী কী ঘটল প্রথম রাউন্ডের ম্যাচে? তখন চলছিল ম্যাচের তৃতীয় সেট। কামব্যাকের লড়াইয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে রাশিয়ান টেনিস তারকা। ওখানে ম্যাচ পয়েন্ট পেলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। প্রথম সার্ভে ‘ফল্ট’ করার পর দ্বিতীয় সার্ভের প্রস্তুতি নিচ্ছিলেন বোঞ্জি। সেই সময় আচমকা কোর্টের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকে পড়েন এক ফটোগ্রাফার। দ্রুত ম্যাচ থামিয়ে দেন আম্পায়ার। তিনি ফের বোঞ্জিকে প্রথম সার্ভ নিতে বলেন।

তাতেই মেজাজ চড়ে যায় মেদভেদেভের। আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। রাশিয়ান টেনিস তারকার অভিযোগ, আম্পায়ার দ্রুত ম্যাচ শেষ করতে চান। এমনকী তাঁকে বলতে শোনা যায়, “উনি তাড়াতাড়ি বাড়ি যেতে চান। উনি ম্যাচ ধরে টাকা পান, ঘণ্টা ধরে পান না।” লুই আর্মস্ট্রং স্টেডিয়ামের দর্শকদেরও তিনি বলতে থাকেন প্রতিবাদ করার জন্য। এই গন্ডগোলের জেরে প্রায় ৬ মিনিট ম্যাচ বন্ধ থাকে। সেই সেটে অবশ্য মেদভেদেভ জিতেও যান। তবে শেষ পর্যন্ত আর ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।

শেষে অবশ্য খানিক নাটক বেঁচে ছিল। ম্যাচ হারার পর নিজের ছ’টি র‍্যাকেট দর্শকদের দিকে ছুড়ে দেন মেদভেদেভ। আর যে র‍্যাকেটটা হাতে ছিল, সেটা বেঞ্চে সজোরে মেরে ভেঙে ফেলেন। এমনকী তাঁর নিজের হাতেও চোট লাগে। ফের সেটা বেঞ্চে মারার আগে তাঁকে থামিয়ে দেওয়া হয়। কোর্টের বাইরেও বের করে দেওয়া হয়। এমনিতে চলতি বছরে একেবারেই ছন্দে নেই মেদভেদেভ। চলতি বছরে এখনও মাত্র একটি ম্যাচ জিতেছেন রাশিয়ান টেনিস তারকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ