ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকার উপর যৌন হেনস্তায় অভিযোগে এবার স্বস্তি পেলেন জাতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিং। তাঁর বিরুদ্ধে পকসো আইনে করা মামলা বন্ধ করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। পুলিশের দেওয়া রিপোর্টের বিরোধিতা করেননি অভিযোগকারিণী এবং তাঁর বাবাও।
ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন ৬ জন মহিলা কুস্তিগির। চব্বিশের লোকসভা ভোটের আগে যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল দেশজুড়ে। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। ২০২৩ সালের জুনে সেই মামলায় চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। আর সেখানেই নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগটি বাতিল করার আর্জি জানিয়েছিল দিল্লি পুলিশ। পুলিশের তরফে রিপোর্ট পেশ করে আদালতকে জানানো হয়েছিল, নাবালিকার উপর যে যৌন হেনস্তার ঘটনা ঘটেনি, তদন্তের পর তা স্পষ্ট। সেই রিপোর্টের ভিত্তিতে নির্যাতিতা এবং তাঁর বাবাকে নোটিস দেয় আদালত। এরপর ২০২৩ সালের আগস্টে সশরীরে আদালতে হাজিরা দেন দু’জন। সেখানে একাধিক প্রশ্নের জবাব চেয়েছিল আদালত। পরবর্তীতে আবারও আদালতে হাজির হয়েছিলেন অভিযোগকারিণী এবং তাঁর বাবা। পুলিশের তদন্তে তাঁরা সন্তুষ্ট বলেও জানান।
সবদিক বিচার করে অবশেষে সোমবার পুলিশের আর্জিতে সাড়া দিল পাতিয়ালা হাউস কোর্ট। ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে চলা মামলাটি বন্ধ করা হল। আদালতের এই রায়ের পরই সরব ব্রিজভূষণের ছেলে প্রতীক ভূষণ সিং। তাঁর দাবি, প্রতিহিংসা পরায়ণ হয়েই তাঁর বাবাকে কাঠগড়ায় তোলা হয়েছে। এভাবেই বাকি অভিযোগগুলিও মিথ্যে প্রমাণিত হবে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এটা সত্যের জয়। এভাবেই আগামী দিনেও সাফল্য আসবে।’
हमने एक झूठे और मनगढ़ंत मामले में न्यायिक विजय प्राप्त की है। प्रत्येक तथ्यहीन आरोप अब न्याय के कठघरे में धराशायी हो रहा है। यह सत्य की जीत है — और यह जीत आगे भी कायम रहेगी।
— Prateek Bhushan Singh (@PrateekBhushan)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.