Advertisement
Advertisement
Athletes

অ্যাথলিটদের আর্থিক সাহায্য, সাফল্য এলে আরও পুরস্কার, ঘোষণা জেলা ক্রীড়া সংস্থার

ক্রীড়াবিদদের কাছে এই স্পনসর খুবই গুরুত্বপূর্ণ।

District Sports Organization announces financial assistance to athletes, more awards for success
Published by: Prasenjit Dutta
  • Posted:September 20, 2025 1:40 pm
  • Updated:September 20, 2025 1:40 pm   

স্টাফ রিপোর্টার: ইস্ট জোন জাতীয় অ্যাথলেটিক্সে সুযোগ পাওয়া উত্তর চব্বিশ পরগনার দশ জন অ্যাথলিটকে আর্থিকভাবে সহায়তা করল জেলা ক্রীড়া সংস্থা। সোদপুরে জেলা ক্রীড়া সংস্থার অফিসে প্রত্যেক অ্যাথলিটের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হল।

Advertisement

এই স্পনসরের কারণ হিসাবে জানানো হয়ছে, তিন দিনের ইস্ট জোন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে অংশ নিতে যেতে হয় নিজের খরচে। এমন পরিস্থিতিতে ক্রীড়াবিদদের কাছে এই স্পনসর খুবই গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এদিন ঘোষণা করা হয়েছে, ইস্ট জোন থেকে কোয়ালিফাই করে সর্বভারতীয় স্তর থেকে মেডেল আনলে আর্থিক পুরস্কৃত করা হবে সফল প্রতিযোগীকে।

শুক্রবার সংস্থার কার্যকরী সভাপতি সনৎ দে জানিয়েছেন, সোনা পেলে ১৫ হাজার, রুপো পেলে ১২ হাজার আর ব্রোঞ্জ পেলে ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে সফল প্রতিযোগীকে। এবারের ইস্ট জোন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আসর বসতে চলেছে রাঁচিতে। তিনদিন ধরে এই প্রতিযোগিতা চলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ