সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবা বিশ্বকাপে ইতিহাস দিব্যা দেশমুখের (Divya Deshmukh)। সোমবার শেষ পর্যন্ত কিস্তিমাত বললেন ১৯ বছরের এই তরুণী। টাইব্রেকারে তিনি হারিয়েছেন হাম্পিকে। দ্বিতীয় র্যাপিড গেম জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন দিব্যা। দ্বিতীয় র্যাপিড গেম জিতে দাবায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন দিব্যা।
সোমবার FIDE মহিলা বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে ভারতীয় সতীর্থ কোনেরু হাম্পিকে পরাজিত করেছেন দিব্যা। এর ফলে দাবায় প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। এর আগে দু’টো ক্লাসিকাল গেম ড্র হওয়ার পর ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। প্রথম র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। দিব্যা এবং হাম্পি দু’জনেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন। কিন্তু কেউই জেতার মতো জায়গায় না থেকে ড্রয়ের সিদ্ধান্ত নেন দু’জন।
দ্বিতীয় র্যাপিড গেমে কালো ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। এই গেমে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন দিব্যা। চাল দিতে কম সময় নিচ্ছিলেন তিনি। হাম্পি নিচ্ছিলেন বেশি সময়। ৮ মিনিট এগিয়ে ছিলেন দিব্যা। এই মুহূর্তে ড্র করার চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন হাম্পি। যদিও শেষমেশ চাপের মুখে নতি স্বীকার করতে হয় ৩৮ বছরের হাম্পিকে। ৩৪ চালের পর হাম্পিকে কিস্তিমাত করেন দিব্যা। প্রথমবার দাবা বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা। আনন্দে কেঁদে ফেলেন তিনি।
দেশমুখের বর্তমান রেটিং পয়েন্ট ২৪৬৩। তাঁর সর্বোচ্চ রেটিং ২৫০১। গত বছরের অক্টোবরে এই পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। ২০২১ সালে দিব্যা ভারতের ২১তম মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন দিব্যা। ২০২২ সালের মহিলা ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ওই বছরেই দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছিলেন। এর আগে ২০২০ সালের FIDE অনলাইন অলিম্পিয়াডে ভারতের স্বর্ণপদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিব্যা।
‘ . | |
— All India Radio News (@airnewsalerts)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.