ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতে ইতিহাস গড়লেন এশা সিং। ২০ বছরের এই শুটার শীর্ষস্থানে শেষ করে ভারতের পদক খরার অবসান ঘটিয়েছেন। এভাবেই দেশের নাম উজ্জ্বল করলেন হায়দরাবাদের এই তারকা।
নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে হাড্ডাহাড্ডি ফাইনালে এশা পিছনে ফেলেছেন চিনের কিয়ানজুন ইয়াও এবং কোরিয়ার ইয়েজিন ওহকে। এশার স্কোর ২৪২.৬। রুপোর পদক পাওয়া কিয়ানজুনের স্কোর ২৪২.৫। অন্যদিকে, ২২০.৭ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন ইয়েজিন। ভারতের রিদম সাংওয়ান ১৭৯.২ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেছেন।
এটি ছিল এই ইভেন্টে এশার প্রথম সোনার পদক। যা ভারতকে বিশ্বকাপ পদক তালিকার পঞ্চম স্থানে তুলে এনেছে। আয়োজক চিন দু’টি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। সোনা জয়ের পর উচ্ছ্বসিত এশা বলেন, “আমি খুব খুশি। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়েই শুরু করেছিলাম। আর এবার সোনা জিতে আমার স্বপ্নপূরণ করেছি।”
২০১৪ সালে শুটিংয়ে হাতেখড়ি এশার। ২০১৫ সালে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে তেলেঙ্গানা রাজ্য চ্যাম্পিয়ন হন। তিরুঅনন্তপুরমে ৬২তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মনু ভাকের এবং হিনা সিধুকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে এশার। মাত্র ১৩ বছর বয়সে সিনিয়র বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হিসাবে নজিরও রয়েছে তাঁর ঝুলিতে।
China does hold a special place in my heart!
Ecstatic to win the Gold here, a big thank you to my team and support staff— Esha Singh (@singhesha10)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.