সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়া সাংবাদিকতার দুনিয়ায় শোকের ছায়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ময়দানের পরিচিত ক্রীড়া সাংবাদিক তপন দাম। সোমবার দুপুরে তাঁর মৃত্যু সংবাদ জানা যায়। দীর্ঘ ৪৫ বছরেরও বেশি সময় ধরে তিনি যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে।
সত্তরের শেষ থেকে আশির দশকে বিভিন্ন খেলার ম্যাগাজিনে লেখালেখি করেছেন তিনি। ম্যাগাজিনের পাশাপাশি দীর্ঘদিন কাজ করেছেন যুগান্তর, সংবাদ প্রতিদিনের মত বিখ্যাত সংবাদপত্রেও। পেশাদার জীবনের একটা অংশে যুক্ত ছিলেন আকাশবাণীর সঙ্গেও। সেই সঙ্গে ক্যালকাটা স্পোর্স্টস জার্নালিস্ট ক্লাবের সচিব, সহ-সভাপতি পদেও দায়িত্ব সামলেছেন তিনি।
তবে জীবনের শেষদিকে এসে অসুস্থ হয়ে পড়েন তপনবাবু। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। অবশেষে সোমবার নিভে গেল তাঁর জীবন দীপ। শিয়ালদহে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তপনবাবুর প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। শোকাহত ক্রীড়াসাংবাদিক মহলও। ময়দানে খেলা চলার সময় প্যান্ট গুটিয়ে কাদার মধ্যে হেঁটে চলেছেন তপন দাম, এই ছবিই মনে রাখতে চায় তাঁর পরিচিতরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.