ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস ভারতীয় তিরন্দাজদের। শনিবার সাংহাইয়ে বিশ্বকাপের দ্বিতীয় ধাপে সোনা জিতলেন ভারতীয় কম্পাউন্ড তিরন্দাজরা। তাছাড়াও একটি রুপো এবং ব্রোঞ্জ পদকও জয়ী হয়েছে ভারতীয় দল।
পুরুষদের কম্পাউন্ড দল স্বর্ণপদক পায়। দলে ছিলেন অভিষেক ভার্মা, ওজস দেওতালে এবং ঋষভ যাদব। হাড্ডাহাড্ডি ম্যাচে ফাইনালে মেক্সিকোকে ২৩২-২২৮ হারিয়ে দেয় ভারত। অন্যদিকে, মহিলাদের কম্পাউন্ড ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল সেই মেক্সিকোই। জ্যোতি সুরেখা ভেন্নাম, মধুরা ধামানগাঁওকার এবং চিকিথা তানিপার্থিরা অনবদ্য লড়াই করেছিলেন। শেষমেশ ২২১-২৩৪ ব্যবধানে পরাজয় স্বীকার করে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের।
তাছাড়াও মিক্সড কম্পাউড দলের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন অভিষেক বর্মা এবং মধুরা ধামানগাঁওকার। তৃতীয় স্থান অর্জনের ম্যাচে মালয়েশিয়াকে হারান তাঁরা। মধুরার বয়স ২৪। তিনি প্রথমবার বিশ্বকাপে পদক জয়ী হয়েছেন। তিন বছর পর আবারও এই প্রতিযোগিতায় অংশ নিয়েই পদক জয় করলেন তিনি। ২০২২ সালের মেডেলিনে অনুষ্ঠিত তিরন্দাজ বিশ্বকাপের চতুর্থ ধাপে এর আগে অংশ নিয়েছিলেন তিনি।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হতে চলেছে তিরন্দাজির কম্পাউন্ড বিভাগ। ১৯৭২ সালে প্রত্যাবর্তনের পর থেকে গেমসে নিয়মিত অংশ হয়ে উঠেছে তিরন্দাজি। এতদিন শুধু রিকার্ভ বিভাগই আয়োজন করা হত। তবে গেমসের পরবর্তী সংস্করণে কম্পাউন্ডের মিক্সড টিম ইভেন্টও থাকছে। তার আগে এই সাফল্য বাড়তি ভারতের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করা হচ্ছে।
: India wins three 🏅in .
The men’s compound team of Abhishek Verma, Ojas Deotale, and Rishabh Yadav wins 🥇defeating the Mexico team 232-228 in the final.
— All India Radio News (@airnewsalerts)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.