Advertisement
Advertisement
Hockey India

‘এটাই তো চেয়েছিলাম’, হকি এশিয়া কাপে কাজাখস্তানকে ১৫ গোল দিয়ে হুঙ্কার ভারতের

হকি এশিয়া কাপের সুপার ফোরে আগেই চলে গিয়েছে ভারত।

Hockey India coach Craig Fulton is happy with team's performance in Hockey Asia Cup
Published by: Arpan Das
  • Posted:September 2, 2025 11:50 am
  • Updated:September 2, 2025 11:50 am   

স্টাফ রিপোর্টার: এক, দুই, তিন….। শেষপর্যন্ত ভারতের গোলের সুনামি থামল ১৫-০ গোলে।

Advertisement

শুরু থেকেই ঝড়। না ভুল হল। গোলের সুনামি। যার জেরে স্রেফ ভেসে গেল কাজাখস্তান। সোমবার পুরুষদের এশিয়া কাপ হকিতে পুলের ম্যাচে ভারত খেলতে নেমেছিল দুর্বল কাজাখস্তানের বিরুদ্ধে। এবং এই ম্যাচে ভারত জিতল ১৫-০ গোলের ব্যবধানে। প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচ, চিন এবং জাপানের বিরুদ্ধে জয়ের ফলে ইতিমধ্যেই ভারত সুপার ফোরে পৌঁছে গিয়েছিল। পুলের এই ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। আর সেই ম্যাচেই নিজেদের ফিরে পেল পরপর দু’টি অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী ভারতীয় দল। প্রথম দু’টি ম্যাচ ভারতের পারফরমান্স খুব একটা উজ্জ্বল ছিল না। দু’টি ম্যাচেই কোনওক্রমে জিতেছিল। সমালোচনাও হয়েছিল ভারতীয় খেলোয়াড়দের। এদিন যেন সব সমালোচনার জবাব দিতেই মাঠে নেমেছিলেন হরমনপ্রীত সিংরা। ভারতের হয়ে হ্যাটট্রিক করলেন তিনজন। হ্যাটট্রিক সহ চার গোল করলেন অভিষেক (৫, ৮, ২০ এবং ৫৯ মিনিট)। হ্যাটট্রিক করলেন সুখজিৎ সিং (১৫, ৩২ ও ৩৮ মিনিট) এবং যুগরাজ সিং (২৪, ৩১ ও ৪৭ মিনিট)। একটি করে গোল করলেন হরমনপ্রীত সিং, অমিত রোহিদাস, রাজিন্দর সিং, সঞ্জয় সিং এবং দিলপ্রীত সিং। দলের পারফরম্যান্সে খুশি কোচ ক্রেগ ফুলটন। সুপার ফোরের আগে যে তিনি এটাই চেয়েছিলেন, সেটা জানিয়ে রাখলেন।

খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই দুরন্ত গেলে ভারতকে এগিয়ে দেন অভিষেক। আট মিনিটে ফের গোল করেন তিনি। ১৫ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সুখজিৎ সিং। প্রথম কোয়ার্টারেই তিন গোলে এগিয়ে যাওয়ায় খেলার ফল কোন দিকে এগোচ্ছে, তা মোটমুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারেও শুরু থেকে ঝড় তোলেন ভারতীয় খেলোয়াড়রা। ২০ মিনিটে নিজের হাটট্রিক সম্পূর্ণ করেন অভিষেক। এবং ভারত এগিয়ে যায় ৪-০ গোলে। ২৪ মিনিটে ভারতের হয়ে পেনাল্টি কর্নর থেকে পঞ্চম গোলটি করেন যুগরাজ সিং। ২৬ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে ষষ্ঠ গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত। তিন মিনিট পরেই আবারও পেনাল্টি কর্নার পায় ভারত। এবার অতিম রোহিদাস ভারতের হয়ে সপ্তম গোলটি কনে। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি স্ট্রোক পায় ভারত। ৩১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় এবং ভারতের অষ্টম গোলটি করেন যুগরাজ। পরের মুহূর্তেই দারুণ শটে ভারতের হয়ে নবম গোলটি করে যান রাজিন্দর সিং। ৩২ মিনিটে দশম গোল করে ভারত। এবার গোলদাতা সুখজিৎ সিং। ৩৮ মিনিটে ফের গোল করেন সুখজিৎ সিং। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারত এগিয়ে যায় ১১-০ গোলের ব্যবধানে। চতুর্থ কোয়ার্টারেও ভারতের ঝড় থামেনি। ৪৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দলের দ্বাদশ এবং নিজের তৃতীয় গোলটি করে যান যুগরাজ। এরইমাঝে সামান্য সময়ের জন্য আক্রমণে উঠে এসেছিল কাজাখস্তান। পেনাল্টি কর্নারও তারা আদায় করেছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। পাল্টা আক্রমণে ৫৪ মিনিটে ভারতের হয়ে ১৩তম গোলটি করেন সঞ্জয় সিং। এর ঠিক এক মিনিটের ব্যবধানে দিলপ্রীত সিং ভারতের হয়ে ১৪তম গোলটি করে যান। ৫৯ মিনিটে ফের গোল করেন অভিষেক। দুরন্ত জয়ের পর স্বাভাবিকভাবেই তৃপ্ত ভারতীয় দলের কোচ ক্রেগ ফুলটন।

তিনি ম্যাচের পর বলেন, “এটাই তো চেয়েছিলাম। আমরা আগেই সুপার ফোর-এ চলে গিয়েছিলাম। ফলে কাজখাস্তানের বিরুদ্ধে ম্যাচে আমরা একটু সতর্ক হয়েই নেমেছিলাম। যাতে চোট-আঘাত না লাগে। আমাদের আত্মবিশ্বাসে কোনওরকম ঘাটতি ছিল না। সবথেকে বড় ব্যাপার হল, প্রচুর আক্রমণ করেছি। আমাদের এটাই লক্ষ্য ছিল। মাথায় রাখবেন, কোনও দলকেই ১৫ গোল দেওয়াটা সহজ নয়। দলের স্ট্রাইকাররা গোল পেয়েছে। দারুণ ব্যাপার।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ