ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যারাথনে অংশ নিতে গিয়ে ভয়ংকর বিপদের মুখে পড়লেন কিংবদন্তি বক্সার মেরি কম। তাঁর বাড়িতে হানা দেয় ডাকাতরা। অন্তত কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে অলিম্পিক পদকজয়ী বক্সারের বাড়ি থেকে, এমনটাই সূত্রের খবর। আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা।
মণিপুরের বাসিন্দা হলেও ফরিদাবাদে বাংলো রয়েছে মেরির। সেক্টর ৪৬এ অবস্থিত ওই দ্বিতল বাংলোর নাম ইবেনেজার ইন। সেই বাংলোতেই ডাকাতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার সময়ে অবশ্য ওই বাংলোতে ছিলেন না মেরি। একটি ম্যারাথনে অংশ নিতে মেঘালয়ে গিয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরে একেবারে ফাঁকা ছিল বাংলো। সেই সুযোগেই মেরির বাড়ির তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। গোটা ডাকাতির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে।
ঘটনার পরদিন প্রতিবেশীদের থেকে ডাকাতির খবর পান মেরি। রবিবার তাঁর ম্যারাথন থেকে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই বাড়িতে ডাকাতির খবরে স্তম্ভিত মেরি। তিনি বলেন, “আমি খুব ভয় পেয়ে গিয়েছি। নার্ভাস লাগছে। প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছি।” ঠিক কতটা জিনিস চুরি গিয়েছে তা এখনও জানা যায়নি। মেরি জানান, সম্ভবত ২৪ সেপ্টেম্বর ডাকাতি হয়েছে তাঁর বাড়িতে। টিভি-সহ আরও বেশ কিছু জিনিস চুরি হয়েছে বলে সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে। সঙ্গে আরও কিছু চুরি গিয়েছে কিনা, বাড়িতে ফিরে তা জানতে পারবেন মেরি। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে ফরিদাবাদ পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরেই জানা যায়, ২০ বছরের দাম্পত্য ভেঙেছে মেরি কমের। ২০২৩ সালের ২০ ডিসেম্বর পরিবারের সদস্য এবং নেতাদের উপস্থিতিতে দুপক্ষের সম্মতিতে মেরি এবং ওনলারের বিবাহবিচ্ছেদ হয়েছে। তারপর থেকেই কিংবদন্তি বক্সারের সঙ্গে একাধিক ব্যক্তির নাম জড়ায়। তবে এই অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন তারকা বক্সার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.