সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চতুর্থদিনেও ভারতের সোনার দৌড় অব্যাহত। শুক্রবার তিনটি সোনা ঝুলিতে পুরে ফেললেন ভারতীয় ক্রীড়াবিদরা। পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা পেলেন গুলবীর সিং। সেই সঙ্গে হাই জাম্পে পূজা ও হেপ্টাথলনে নন্দিনী আগাসারাও স্বর্ণপদক পেলেন। এছাড়া রুপো জিতেছেন পারুল চৌধুরী।
এর আগে ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছিলেন গুলবীর। পাঁচ হাজার মিটারেও তার ব্যতিক্রম হল না। দক্ষিণ কোরিয়ার গুমিতে ১৩ মিনিট ২৪.৭৭ সেকেন্ডে সোনার দৌড় শেষ করেন তিনি। ভেঙে দেন ১০ বছর বছর কাতারের মহম্মদ আল-গারনির রেকর্ড। উল্লেখ্য, এশিয়ান অ্যাথলেটিক্সে দ্বিতীয় ভারতীয় হিসেবে পাঁচ হাজার ও দশ হাজার মিটারে সোনাজয়ের কৃতিত্ব অর্জন করলেন গুলবীর। এর আগে ২০১৭ সালে জি লক্ষ্মণনের নামে এই নজির ছিল।
অন্যদিকে হাই জাম্পে ১.৮৯ মিটার লাফিয়ে সোনা জিতলেন পূজা। যদিও প্রথম প্রচেষ্টায় ১.৮৩ মিটার ও ১.৮৬ মিটার লাফাতে ব্যর্থ হন। কিন্তু ওস্তাদের মার শেষরাতে। ১.৮৯ মিটার লাফ দিতে বেগ পেতে হয়নি তাঁকে। এটাই তাঁর সেরা পারফরম্যান্স। যদিও তারপর ১.৯২ মিটারের বেড়া টপকে জাতীয় রেকর্ড গড়া হল না পূজার। ভারতকে আরও একটি সোনা এনে দেন নন্দিনী আগাসারা। হেপ্টাথলনে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সে দু’দিনে ৫৯৪১ পয়েন্টে সোনা জেতেন নন্দিনী।
যদিও পারুলকে ৩০০০ মিটার স্টেপলচেসে ৯ মিনিট ১২.৪৬ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েও রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। চতুর্থ দিনের শেষে পদক তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। ঝুলিতে রয়েছে আটটি সোনা, সাতটি রুপো ও তিনটি ব্রোঞ্জ। তবে ২৬টি পদক নিয়ে শীর্ষে চিন। তাদের সোনার সংখ্যা ১৫। তৃতীয় স্থানে চিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.