এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষ দিনে রুপো জিতলেন পারুল চৌধুরী। ছবি পিটিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের জয়যাত্রা অব্যাহত। সব মিলিয়ে ২৪টি পদক জিতে দ্বিতীয় স্থানে ‘টিম ইন্ডিয়া’। ৩২ পদক নিয়ে শীর্ষস্থানে চিন। প্রতিযোগিতার শেষ দিনে ভারতের ঝুলিতে ৬টি পদক এসেছে।
শনিবার পুরুষদের জ্যাভলিন ফাইনালে তাঁর প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন শচীন যাদব। তিনি রুপোর পদক নিশ্চিত করেছেন। শচীন ছাড়াও মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন পারুল চৌধুরী। ১৫:১৫.৩৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।
মহিলাদের ৪x১০০ মিটার রিলে টিমের ঝুলিও ভরে উঠেছে একটি রুপোর পদকে। অবিনায়া রাজারাজন, স্নেহা এসএস, শ্রাবণী নন্দা এবং নিত্য গান্ধের রিলে টিম ৪৩.৮৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন। অন্যদিকে, স্প্রিন্টার অনিমেষ কুজুর পুরুষদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতে ২০.৩২ সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েন। মহিলাদের ৮০০ মিটার রেসে ব্রোঞ্জ জিতেছেন পূজা। তাছাড়াও এশিয়ান গেমসের পদকজয়ী ভিথ্যা রামরাজ মহিলাদের ৪০০ মিটার হার্ডলেসে তৃতীয় হন।
যদিও আগের সংস্করণে ভারত পদক পেয়েছিল ২৭টি। সেই তুলনায় এবার তিনটি পদক কম এসেছে। যদিও গতবারের তুলনায় এবার সোনার পদক বেশি পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। গতবার ভারত পেয়েছিল ৬টি সোনা। এবার তা বেড়ে হয়েছে ৮।
পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সম্পূর্ণ তালিকা
সোনা
পুরুষদের ১০ হাজার মিটার: গুলবীর সিং
মিক্সড ৪x৪০০ মিটার রিলে: রূপাল চৌধুরী, সন্তোষ কুমার, বিশাল টিকে এবং শুভা ভেঙ্কটেশন
পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ: অবিনাশ সাবলে
মহিলাদের ১০০ মিটার হার্ডলেস: জ্যোতি ইয়ারাজি
মহিলাদের ৪x৪০০ মিটার রিলে: জিসনা ম্যাথু, রূপাল চৌধুরী, কুঞ্জ রাজিথা এবং সুভা ভেঙ্কটেশন
পুরুষদের ৫ হাজার মিটার: গুলবীর সিং
মহিলাদের হাই জাম্প: পূজা
হেপ্টাথলন: নন্দিনী আগাসরা
রুপো
মহিলাদের ৪০০ মিটার: রূপল চৌধুরী
মহিলাদের ১৫০০ মিটার: পূজা
ডেকাথলন: তেজস্বিন শঙ্কর
পুরুষদের ট্রিপল জাম্প: প্রবীণ চিত্রভেল
পুরুষদের ৪x৪০০ মিটার রিলে: জয় কুমার, ধর্মবীর চৌধুরী, মনু থেক্কিনালিল সাজি এবং বিশাল টিকে
মহিলাদের লং জাম্প: অ্যান্সি সোজা
মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেজ: পারুল চৌধুরী
পুরুষদের জ্যাভলিন থ্রো: শচীন যাদব
মহিলাদের ৫ হাজার মিটার: পারুল চৌধুরী
মহিলাদের ৪x১০০ মিটার রিলে: শ্রাবণী নন্দা, অভিনয় রাজারাজন, স্নেহা এসএস, এবং নিথ্যা গান্ধে
ব্রোঞ্জ
পুরুষদের ২০ কিমি রেস ওয়াক: সার্ভিন সেবাস্টিয়ান
পুরুষদের ১৫০০ মিটার: ইউনুস শাহ
মহিলাদের লং জাম্প: শৈলী সিং
পুরুষদের ২০০ মিটার: অনিমেষ কুজুর
মহিলাদের ৪০০ মিটার হার্ডলেস: ভিথ্যা রামরাজ
মহিলাদের ৮০০ মিটার: পূজা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.