ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। দুই দলের দ্বৈরথ দেখার জন্য উত্তেজনায় টগবগ করে ফোটেন সমর্থকরা। আর মাত্র পাঁচ মাস পরেই জুনিয়র বিশ্বকাপ হকিতে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। যদিও প্রশ্ন উঠছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান হকি দলের ভারতে এসে খেলার সম্ভাবনা কতটা? পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জন ভারতীয় নাগরিকের প্রাণ যায়। এর বদলা হিসেবে অপারেশন সিঁদুর চালায় ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে ভারত সরকার।
পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপের ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে তামিলনাড়ুতে বসতে চলেছে ছোটদের বিশ্বকাপের আসর। সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদর দপ্তরে অনুষ্ঠিত ড্রয়ে ভারত ও পাকিস্তানকে চিলি এবং সুইজারল্যান্ডের সঙ্গে পুল বি’তে রাখা হয়েছে।
গ্রুপবিন্যাসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম, হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং এবং হকি ইন্ডিয়ার ডিরেক্টর আরকে শ্রীবাস্তব। উল্লেখ্য, চেন্নাই এবং মাদুরাইয়ে অনুষ্ঠিত হতে চলা জুনিয়র বিশ্বকাপ হবে ২৪টি দল নিয়ে।
দু’বারের চ্যাম্পিয়ন ভারত ন’বছর আগে লখনউয়ে শিরোপা জিতেছিল। এরপর সাম্প্রতিক সংস্করণগুলিতে টানা সেমিফাইনালে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২১ সালে সেমিফাইনালে জার্মানির কাছে হেরে যায় ভারত। অন্যদিকে, পাকিস্তান ১৯৭৯ সালে টুর্নামেন্টের প্রথম সংস্করণেই খেতাব পায়। কিন্তু ১৯৯৩ সালের পর থেকে সেমিফাইনালেই ওঠেনি পাক দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.