Advertisement
Advertisement
National Sports Policy 2025

AI ব্যবহার থেকে অলিম্পিক আয়োজন, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত ক্রীড়ানীতিতে আর কী?

পুরনো ক্রীড়ানীতিকে বাতিল করে নতুন রোডম্যাপ তৈরি করা হয়েছে।

India Launches National Sports Policy 2025 With Eye On 2036 Olympic Games
Published by: Arpan Das
  • Posted:July 1, 2025 6:41 pm
  • Updated:July 1, 2025 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সার্বিক কাঠামো বদলের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। জাতীয় ক্রীড়া নীতি (NSP) ২০২৫-এ অনুমোদন দিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ২০০১ সালের যে পুরনো ক্রীড়ানীতি ছিল, সেটাকে বাতিল করে নতুন রোডম্যাপ তৈরি করা হয়েছে। এনএসপি ২০২৫-এর মূল লক্ষ্য ভারতকে বিশ্বের ক্রীড়াজগতে শক্তিশালী করে তোলা ও ২০৩৬-র অলিম্পিক-সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা।

Advertisement

জাতীয় ক্রীড়া নীতিতে ছ’টি মূল স্তম্ভ রয়েছে। যেখানে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে ক্রীড়ার অবদান্নের মতো বিষয় রয়েছে। এছাড়া জনগণের সার্বিক বিকাশ ও জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে খেলাধুলোকে ধরা হচ্ছে। সেই সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়িত করার কৌশলগত কাঠামোও ঠিক করা হয়েছে। ক্রীড়া নীতির মূল বিষয়গুলি নীচে তুলে ধরা হল।

১। বিশ্বমঞ্চে সাফল্যের লক্ষ্য:
তৃণমূল থেকে শুরু করে প্রতিভা তুলে এনে শক্তিশালী কাঠামো তৈরি
গ্রাম ও শহরে প্রতিযোগিতামূলক লিগ ও আধুনিক পরিকাঠামো তৈরি
উন্নতমানের কোচিং দেওয়া
ক্রীড়া বিজ্ঞান, চিকিৎসা ব্যবস্থা ও প্রযুক্তির প্রয়োগ
জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে আরও সুশাসিত করা

২। খেলাধুলোর মাধ্যমে অর্থনৈতিক উন্নতি:
ক্রীড়া পর্যটনের ব্যবস্থা এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন
ক্রীড়াক্ষেত্রের স্টার্ট আপ ও অন্যান্য উদ্যোক্তাদের সাহায্য করা
সরকারি-বেসরকারি সাহায্য, কর্পোরেট নিয়োগকে উৎসাহিত করা

৩। সামাজিক উন্নয়ের জন্য খেলা:
মহিলা, উপজাতি সম্প্রদায়, বিশেষভাবে সক্ষম ও অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য বিশেষ কর্মসূচি
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলাগুলোর পুনরুজ্জীবন
প্রবাসী ভারতীয়দের যুক্ত করা
খেলাধুলোর মাধ্যমে সমান্তরাল কেরিয়ারের সুযোগ করে দেওয়া

৪। জনগণের সার্বিক বিকাশে ক্রীড়ার ভূমিকা:
দেশজুড়ে বিভিন্ন ইভেন্টের প্রচার ও ফিটনেস নিয়ে সচেতনতা বৃদ্ধি
স্কুল, কলেজ, অফিসে ফিটনেস ইনডেক্স শুরু হবে
খেলাধুলোর পরিকাঠামো সকলের কাছে পৌঁছে দেওয়া

৫। জাতীয় শিক্ষানীতি ২০২০-র সঙ্গে যুক্ত করা:
স্কুলের পাঠ্যক্রমে খেলাকে যুক্ত করা
শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া

৬। কৌশলগত কাঠামো:
গোটা দেশজুড়ে শক্তিশালী ক্রীড়া শাসনব্যবস্থা গড়ে তোলা
বেসরকারি ও কর্পোরেট ব্যবস্থার সাহায্য
এআই-সহ অন্যান্য বিজ্ঞানভিত্তিক গবেষণার সাহায্য
কেন্দ্রীয় সরকারের সঙ্গে তালমিল রেখে সব রাজ্যের জন্য একটি বিশেষ মডেল তৈরি করা
নির্ধারিত লক্ষ্য ও সূচক দ্বারা ন্যাশনাল মনিটরিং ফ্রেমওয়ার্ক তৈরি করা

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement