সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সার্বিক কাঠামো বদলের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। জাতীয় ক্রীড়া নীতি (NSP) ২০২৫-এ অনুমোদন দিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ২০০১ সালের যে পুরনো ক্রীড়ানীতি ছিল, সেটাকে বাতিল করে নতুন রোডম্যাপ তৈরি করা হয়েছে। এনএসপি ২০২৫-এর মূল লক্ষ্য ভারতকে বিশ্বের ক্রীড়াজগতে শক্তিশালী করে তোলা ও ২০৩৬-র অলিম্পিক-সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা।
জাতীয় ক্রীড়া নীতিতে ছ’টি মূল স্তম্ভ রয়েছে। যেখানে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে ক্রীড়ার অবদান্নের মতো বিষয় রয়েছে। এছাড়া জনগণের সার্বিক বিকাশ ও জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে খেলাধুলোকে ধরা হচ্ছে। সেই সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়িত করার কৌশলগত কাঠামোও ঠিক করা হয়েছে। ক্রীড়া নীতির মূল বিষয়গুলি নীচে তুলে ধরা হল।
১। বিশ্বমঞ্চে সাফল্যের লক্ষ্য:
তৃণমূল থেকে শুরু করে প্রতিভা তুলে এনে শক্তিশালী কাঠামো তৈরি
গ্রাম ও শহরে প্রতিযোগিতামূলক লিগ ও আধুনিক পরিকাঠামো তৈরি
উন্নতমানের কোচিং দেওয়া
ক্রীড়া বিজ্ঞান, চিকিৎসা ব্যবস্থা ও প্রযুক্তির প্রয়োগ
জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে আরও সুশাসিত করা
২। খেলাধুলোর মাধ্যমে অর্থনৈতিক উন্নতি:
ক্রীড়া পর্যটনের ব্যবস্থা এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন
ক্রীড়াক্ষেত্রের স্টার্ট আপ ও অন্যান্য উদ্যোক্তাদের সাহায্য করা
সরকারি-বেসরকারি সাহায্য, কর্পোরেট নিয়োগকে উৎসাহিত করা
৩। সামাজিক উন্নয়ের জন্য খেলা:
মহিলা, উপজাতি সম্প্রদায়, বিশেষভাবে সক্ষম ও অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য বিশেষ কর্মসূচি
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলাগুলোর পুনরুজ্জীবন
প্রবাসী ভারতীয়দের যুক্ত করা
খেলাধুলোর মাধ্যমে সমান্তরাল কেরিয়ারের সুযোগ করে দেওয়া
৪। জনগণের সার্বিক বিকাশে ক্রীড়ার ভূমিকা:
দেশজুড়ে বিভিন্ন ইভেন্টের প্রচার ও ফিটনেস নিয়ে সচেতনতা বৃদ্ধি
স্কুল, কলেজ, অফিসে ফিটনেস ইনডেক্স শুরু হবে
খেলাধুলোর পরিকাঠামো সকলের কাছে পৌঁছে দেওয়া
৫। জাতীয় শিক্ষানীতি ২০২০-র সঙ্গে যুক্ত করা:
স্কুলের পাঠ্যক্রমে খেলাকে যুক্ত করা
শিক্ষক ও শারীরিক শিক্ষার শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া
৬। কৌশলগত কাঠামো:
গোটা দেশজুড়ে শক্তিশালী ক্রীড়া শাসনব্যবস্থা গড়ে তোলা
বেসরকারি ও কর্পোরেট ব্যবস্থার সাহায্য
এআই-সহ অন্যান্য বিজ্ঞানভিত্তিক গবেষণার সাহায্য
কেন্দ্রীয় সরকারের সঙ্গে তালমিল রেখে সব রাজ্যের জন্য একটি বিশেষ মডেল তৈরি করা
নির্ধারিত লক্ষ্য ও সূচক দ্বারা ন্যাশনাল মনিটরিং ফ্রেমওয়ার্ক তৈরি করা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.