সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই হকিতে এশিয়া সেরা হয়েছিল ভারতের ছেলেরা। ফলে সেই সৌভাগ্য হল না ভারতের মেয়েদের। ফাইনালে স্বপ্নভঙ্গ হয়ে মহিলাদের এশিয়া কাপে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের। চিনের কাছে ১-৪ গোলে হেরে গেলেন নভনীত কৌররা। এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপে অর্জন করল চিন।
চিনের গোংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামের ফাইনালে প্রথমে এগিয়ে গিয়েছিল ভারত। প্রথম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন নভনীত। ধারাবাহিকভাবে পেনাল্টি কর্নার পেয়ে গোলের সুযোগ এসেছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি ভারত। বরং ২০ মিনিটের মাথায় সেই পেনাল্টি কর্নার থেকেই সমতা ফেরান চিনের ওউ জিক্সিয়া। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ১-১।
কিন্তু দ্বিতীয়ার্ধে কার্যত আত্মসমর্পণ করে ভারত। লি হং দূরপাল্লার শটে এগিয়ে দেওয়ার পর কার্যত গোলের দরজা খুলে যায়। তৃতীয় কোয়ার্টারে চিনের হয়ে তৃতীয় গোল করেন জৌ মেইরং। আর শেষ কোয়ার্টারে গোল করেন ঝং জিয়াকি। ভারতের গোলকিপার বিচু একাধিক সেভ করেও দলের পতন রোধ করতে পারেননি। শেষ পর্যন্ত ৪-১ গোলে জেতে চিন। এটা তাদের তৃতীয় এশিয়া কাপ জয়। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়ায় সরাসরি হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা হল না ভারতের মেয়েদের। তবে গত আট বছরে এটাই ভারতের মেয়েদের সেরা পারফরম্যান্স।
India settle for runners-up finish!
Heartbreaking end for Indian women’s hockey team in the final, despite a gritty performance against China.
This is India’s first podium finish in eight years!
— Khel Now (@KhelNow)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.