Advertisement
Advertisement
Commonwealth Games

অপেক্ষার অবসান! ২০৩০ কমনওয়েলথ গেমসের জন্য সরকারিভাবে বিড জমা দিল ভারত

এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

India officially submits bid for 2030 Commonwealth Games

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 30, 2025 2:18 pm
  • Updated:August 30, 2025 2:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের জন্য সরকারিভাবে বিড করল ভারত। আহমেদাবাদে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য তাদের দরপত্র জমা দেওয়া হয়েছে। গুজরাট সরকারের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়।

Advertisement

জানানো হয়েছে, কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং গুজরাট সরকারের প্রতিনিধিত্বকারী একটি প্রতিনিধি দল এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সরকারিভাবে দরপত্র জমা দিয়েছে। লন্ডনে কমনওয়েলথ স্পোর্টের কাছে তারা এই বিড করেছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমনওয়েলথ গেমসের ১০০ বছর পূর্তি উপলক্ষে আহমেদাবাদকে আয়োজক শহর হিসাবে স্থান দেওয়া হয়েছে। ২৭ আগস্ট মেগা এই প্রতিযোগিতা বিড করার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এদিন আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করল ভারত।

বিড জমা দেওয়ার পর সাংভি বলেন, “২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারত এবং কমনওয়েলথ দুইয়ের জন্যই তাৎপর্যপূর্ণ। ঐক্য বজায় রাখার ক্ষেত্রে যা শতবর্ষের সংস্করণকে যুগান্তকারী উদযাপনে পরিণত করবে। ভারতের এই প্রতিযোগিতা ‘বসুধৈব কুটুম্বকম্’ -এর ভাবধারায় হবে। এখানে সমগ্র মানবজাতিকে একই পরিবার হিসাবে দেখা হবে।”

আয়োজক হিসাবে আহমেদাবাদ বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো বহন করতে প্রস্তুত। তাছাড়াও এখানকার ক্রীড়া সংস্কৃতিও উন্নত মানের। আন্তর্জাতিক স্তরের ইভেন্ট পরিচালনার অভিজ্ঞতার জন্যও পরিচিত এই শহর। উল্লেখ্য, ২০২৩ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল আয়োজিত হয়েছিল এই শহরেই। সেই কারণেই আয়োজক শহর হিসাবে আহমেদাবাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২০১০ সালে শেষবার কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ভারতে। সেবছর দিল্লিতে আয়োজিত হয়েছিল ইভেন্টটি। এবার গেমস আয়োজনের দায়িত্ব ভারত পেলে তা হবে আহমেদাবাদে। প্রশ্ন হল, ভারতে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আসর বসবে কি না, তা কবে জানা যাবে? এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত। কমনওয়েলথ স্পোর্টের জেনারেল অ্যাসেম্বলি গ্লাসগো থেকে ঘোষণা করবেন সে কথা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ