Advertisement
Advertisement

Breaking News

Asia Cup hockey

সুযোগ নষ্টের খেসারত, এশিয়া কাপের সুপার ফোরেই আটকাল ভারতের জয়রথ

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মেন ইন ব্লুকে।

India started super four of Asia Cup hockey with a draw
Published by: Anwesha Adhikary
  • Posted:September 3, 2025 10:58 pm
  • Updated:September 3, 2025 10:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচে দুর্বল প্রতিপক্ষকে ১৫ গোলে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। তবে সুপার ফোরে এসে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আটকে গেলেন হরমনপ্রীত সিংরা। ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মেন ইন ব্লুকে। গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও তা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেননি মনবীররা।

Advertisement

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতেছিল ভারত। ঘরের মাঠে জয়ে হ্যাটট্রিক করে সুপার ফোরে পৌঁছেছিল মেন ইন ব্লু। কিন্তু বুধবার সেই অপ্রতিরোধ্য ছন্দ ধরে রাখতে পারেননি হরমনপ্রীতরা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পর আপাতত সুপার ফোরের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। সুপার ফোর পর্যায় থেকে ফাইনালে উঠতে গেলে হার্দিকদের প্রথম দুইয়ে থাকতেই হবে।

বুধবার সন্ধে ৭.৩০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি ভারত-দক্ষিণ কোরিয়ার খেলা। নির্ধারিত সময়ের ৫০ মিনিট পর রাত ৮.২০ মিনিটে খেলতে নামে দুই দল। সম্ভবত সেকারণেই ভারতীয় দলের ছন্দ কিছুটা হারিয়ে যায়। ম্যাচের মাত্র ৮ মিনিটের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন হার্দিক সিং। কিন্তু চার মিনিটের মধ্যেই পেনাল্টি স্ট্রোক থেকে দক্ষিণ কোরিয়া সমতা ফেরায়। দু’মিনিটের মধ্যে ফের গোল করে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেয় দক্ষিণ কোরিয়া।

তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার পর ধীরে ধীরে ভারত ছন্দে ফেরে। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে একাধিক গোলের সুযোগ আসে ভারতের সামনে। পেনাল্টি কর্নারও মেলে। কিন্তু কিছুতেই দক্ষিণ কোরিয়ার রক্ষণ টপকে ভারত গোল করতে পারেনি। একেবারে শেষ লগ্নে এসে ৫২ মিনিটে গোল করেন মনদীপ। স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে। আপাতত টিম ইন্ডিয়ার সংগ্রহে ১ পয়েন্ট। সুপার ফোরে তাদের পরবর্তী ম্যাচ রয়েছে মালয়েশিয়া এবং চিনের বিরুদ্ধে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement