Advertisement
Advertisement
Hockey Asia Cup

চিনকে ৭ গোলের মালা, এশিয়া কাপ হকির ফাইনালে ভারত

ফাইনালে ভারতের সামনে দক্ষিণ কোরিয়া।

India thrash China 7-goal lead to reach Asia Cup hockey final

ছবি হকি ইন্ডিয়া সোশাল মিডিয়া

Published by: Prasenjit Dutta
  • Posted:September 6, 2025 9:09 pm
  • Updated:September 6, 2025 9:30 pm   

ভারত: ৭ (দিলপ্রীত, মনদীপ, শিলানন্দ, রাজকুমার, সুখজিৎ এবং অভিষেক ২) 
চিন: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজগিরে ভারতীয় দলের গোলের কার্নিভ্যালে যেন নীরব দর্শকের ভূমিকায় চিন! এই চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে রীতিমতো লড়াই করে জিতেছিল ভারত। এবার সেই চিনই কুপোকাত। তাদের সোজাসাপটা ৭ গোলের মালা পরিয়ে গ্রুপ শীর্ষে থেকে এশিয়া কাপ হকির ফাইনালে পৌঁছে গেল ভারত।

শনিবার শুরু থেকেই খেলার দখল নেন হরমনপ্রীত, দিলপ্রীতরা। দেড় মিনিটের মধ্যে সুযোগ পেয়ে গিয়েছিলেন মনদীপ সিং। সেই সময় গোল না হলেও প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। জার্মানপ্রীতের অনবদ্য পাস থেকে শিলানন্দ লাকরার গোলে এগিয়ে যায় ভারত। তখন ম্যাচের বয়স মাত্র ৪ মিনিট। এর চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে দিলপ্রীত সিংয়ের গোলে স্কোর লাইন দ্বিগুণ করে ভারত। প্রথম কোয়ার্টারে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেও একই রকম ঝাঁজ লক্ষ্য করা যায় ভারতের খেলায়। শুরুতেই মনদীপ সিং আবারও সুযোগ হারান। ১৮ মিনিটে সেই মনদীপের গোলেই ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। এরপর বেশিরভাগ সময়ই খেলা চলল চিনের অর্ধ জুড়ে। প্রথমার্ধে টিম ইন্ডিয়ার দাপটের সামনে কোনও জবাব ছিল না চিনের।

এর পরেও গোল-বৃষ্টি! যা ফের শুরু হয় ৩৭ মিনিটে। গোল পান রাজকুমার পাল। ৩৯ মিনিটে ফের গোল। ভারত এগিয়ে যায় ৫-০ ব্যবধানে এগিয়ে দেন সুখজিৎ। শেষ কোয়ার্টারে দ্রুত দু’টি গোল পায় ভারত। ৪৬ এবং ৪৯ মিনিটে ষষ্ঠ এবং সপ্তম গোল করেন অভিষেক। শেষ পর্যন্ত ৭-০ গোলে চিনকে হারায় ভারত। ভারতীয় দলের ঝড়ের সামনে যে এভাবে আত্মসমর্পণ করতে হবে চিনকে, তা বোধহয় ভাবতেও পারেনি তারা। এই নিয়ে ৯ বার এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ভারত। রবিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ কোরিয়া। ভারতের লক্ষ্য থাকবে, কোরিয়াকে হারিয়ে সরাসরি হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ