Advertisement
Advertisement

Breaking News

Asian Athletics Championships 2025

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২য় দিনে ৬ পদক ভারতের, সোনা জয় মিক্সড রিলে টিমের

সব মিলিয়ে ভারতের ঝুলিতে কতগুলি পদক?

India wins 6 medals on day 2 of Asian Athletics Championships, mixed relay team wins gold

কোরিয়ার গুমিতে ৪x৪০০ মিটার ভারতীয় মিক্সড রিলে দলের অংশ শুভা ভেঙ্কটেসন। ছবি পিটিআই।

Published by: Prasenjit Dutta
  • Posted:May 28, 2025 6:45 pm
  • Updated:May 28, 2025 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভারতকে ৮ বছর পর সোনালি সাফল্য এনে দিয়েছিলেন গুলবীর সিং। ১০ হাজার মিটার রেসে সোনার পদক পেয়েছিলেন। আর এদিন, বুধবার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ভারত ছ’টি পদক জিতেছে। সবচেয়ে বড় ব্যাপার হল, ভারতীয় মিক্সড রিলে টিম স্বর্ণপদক পেয়েছে। অন্যদিকে, তেজস্বিন শঙ্কর ডেকাথলন ইভেন্টে রুপো জিতেছেন।  

Advertisement

এমন অভূতপূর্ব পারফরম্যান্সের ফলে পদক তালিকায় তৃতীয় স্থানে ভারত। শীর্ষে রয়েছে চিন। দ্বিতীয় স্থানে জাপান। কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে সব মিলিয়ে দু’টি সোনা, চারটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পদক টিম ইন্ডিয়ার ঝুলিতে। ভারতের ৪x৪০০ মিটার মিক্সড রিলে টিম দৌড় শেষ করতে সময় নিয়েছে মাত্র ৩:১৮.২০ সেকেন্ড। সন্তোষ কুমার তামিলরাসন, রূপাল চৌধুরী, বিশাল থেন্নারাসু কায়ালভিঝি এবং শুভা ভেঙ্কটেসনের দল শীর্ষে শেষ করেন। চিন (৩:২০.৫২ সেকেন্ড) এবং শ্রীলঙ্কা (৩:২১.৯৫ সেকেন্ড)-র অ্যাথলিটদের পিছনে ফেলে সোনা জিতে নেন তাঁরা।

তাছাড়াও ভারতের প্রবীণ চিত্রাভেল পুরুষদের ট্রিপল জাম্পে রুপোর পদক জয়ী হয়েছেন। অন্যদিকে, উত্তরপ্রদেশের মিরাটের শাহপুর জৈনপুর গ্রামের ২০ বছর বয়সি কোয়ার্টার-মাইলার রূপল চৌধুরী মহিলাদের ৪০০ মিটার দৌড়ে রুপোর পদক জয় করেন। তিনি দৌড় শেষ করেন ৫২.৬৮ সেকেন্ডে। এই ইভেন্টে স্বর্ণপদক পান জাপানের নানাকো মাতসুমোতো (৫২.১৭ সেকেন্ড)। ব্রোঞ্জ জেতেন উজবেকিস্তানের জোনবিবি হুকমোভা (৫২.৭৯ সেকেন্ড)। উল্লেখ্য, রূপলের সতীর্থ ভিথ্যা রামরাজ ৫৩.০০ সেকেন্ড নিয়ে পঞ্চম স্থানে ছিলেন।

মহিলাদের ১৫০০ মিটারে রৌপ্যপদক জিতেছেন পূজা। তিনি সময় নিয়েছেন ৪:১০.৮৩ সেকেন্ড। অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া করেন তিনি। প্রথম স্থানে থাকা চৈনিক অ্যাথলিট লি চুনহুই দৌড় শেষ করেন ৪:১০.৫৮ সেকেন্ডে। ব্রোঞ্জ জিতেছেন জাপানের তোমাকা কিমুরা। পূজার সতীর্থ লিলি দাস চতুর্থ স্থানে শেষ করেন। পুরুষদের ১৫০০ মিটারে ব্রোঞ্জ পদক জেতেন ইউনুস শাহ। তিনি সময় নেন ৩:৪৩.০৩ সেকেন্ড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement