Advertisement
Advertisement
Asian Men’s U16 Volleyball Championship

হাড্ডাহাড্ডি ম্যাচে পরাস্ত জাপান, এশিয়ান অনূর্ধ্ব-১৬ ভলিবলে ব্রোঞ্জ জয় ভারতের

অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জনও করেছে ভারত।

India wins bronze in Asian Men’s U16 Volleyball Championship

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:July 19, 2025 7:29 pm
  • Updated:July 19, 2025 7:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশীয় মঞ্চে দেশকে ভলিবলে পদক এনে দিল ভারতের ছোটরা। শনিবার থাইল্যান্ডের নাখোন পাথোমে রোমাঞ্চকর ম্যাচে জাপানকে হারিয়ে পুরুষদের এশিয়ান অনূর্ধ্ব-১৬ ভলিবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে।

Advertisement

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। এর একদিন পর হাড্ডাহাড্ডি ম্যাচে জাপানকে ৩-২ ব্যবধানে পরাস্ত করেছে ‘মেন ইন ব্লু’রা। ২৫-২১, ১২-২৫, ২৫-২৩, ১৮-২৫, ১৫-১০ ব্যবধানে জাপানকে হারানোর পর পোডিয়ামে জায়গা নিশ্চিত করে ভারত।

তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফে ভারতীয় দলের হয়ে আবদুল্লাহ (১৬ পয়েন্ট), অপ্রতিম (১৫ পয়েন্ট), রফিক (১২ পয়েন্ট) এবং চরণ (৪ পয়েন্ট) দুর্ধর্ষ খেলে। তাদের সামনে কার্যত নাস্তানাবুদ হতে হয় জাপানকে। সেমিফাইনালিস্ট চার দল – ভারত, পাকিস্তান, জাপান এবং ইরান ১৯ থেকে ২৯ আগস্ট কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের FIVB ভলিবল বয়েজ অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছে।

ভারত পুল এ-তে স্ট্রেট সেটে আয়োজক থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং চিনকে হারিয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে। এর আগে ক্রসওভার পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানকেও হারিয়েছিল ভারত। এবার জাপানকে হারিয়ে দেশকে সম্মান এনে দিল ভারতীয় অনূর্ধ্ব-১৬ ভলিবল দল। প্রসঙ্গত, টুর্নামেন্টে সোনার পদক জিতেছে পাকিস্তান। রুপো জয়ের স্বাদ পেয়েছে ইরান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ