Advertisement
Advertisement
Chess

বাঁদরের উৎপাত, ফুটো তাঁবু থেকে পড়ছে জল, জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আসরে চরম বিশৃঙ্খলা!

সামনের মাসে দাবা বিশ্বকাপ নিয়ে আশঙ্কায় দাবাপ্রেমীরা।

India’s Chess Nationals Marred by Monkeys, Power Cuts, and Leaking Tents

প্রতীকী ছবি

Published by: Arpan Das
  • Posted:October 15, 2025 12:34 pm
  • Updated:October 15, 2025 12:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব দাবার মঞ্চে ভারতের নাম উঁচুতে তুলে ধরছেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দরা। সেটা যদি প্রদীপের আলো হয়, তাহলে অন্ধকার ছবিটা দেখা গেল জাতীয় দাবা প্রতিযোগিতায়। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে আয়োজিত টুর্নামেন্টে প্রকাশ্যে এল পরিকাঠামোর চরম অভাব। তাঁবু থেকে চুঁইয়ে পড়ছে জল, চলছে বাঁদরের উৎপাত। তার মধ্যেই চলছে ‘শতরঞ্জ কা খেল’। পরের মাসে গোয়ায় দাবা বিশ্বকাপ। সেখানেও কি এরকম হতশ্রী ছবি দেখা যাবে? উঠছে প্রশ্ন।

Advertisement

গুন্টুরের ভিগনান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল ৬২ তম জাতীয় দাবার আসর। একটা তাঁবুর মধ্যে ৪০০ দাবাড়ুর মগজাস্ত্রের পরীক্ষা চলছে। নাকি জীবনযুদ্ধের পরীক্ষা? ফুটো তাঁবু থেকে বৃষ্টির জল পড়ে দাবার বোর্ড ভিজিয়ে দিচ্ছে। আবার গরমের জন্য কুলার বসানো হলে তার হাওয়া সামান্য কয়েকজন ছাড়া কারও কাছে পৌঁছয়নি। বিদ্যুৎ সংযোগ চলে যাওয়া নৈমিত্তিক ব্যাপার। এগুলো সহ্য করা হয়ে গেলে আছে বাঁদরের তাণ্ডব। তাঁবুর উপরে-বাইরে বাঁদরের রাজত্ব। তারা আবার মাঝেমধ্যে তাঁবুর ভিতরেও ঢুকে পড়ছে।

জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজনের এই অবস্থা নিয়ে অংশগ্রহণকারীরা সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। দুবারের জাতীয় চ্যাম্পিয়ন, অলিম্পিয়াড জয়ী দাবাড়ু ৩২ বছর বয়সি জিএম সেতুরমন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দাবা প্রতিযোগিতার থেকে বেঁচে থাকার প্রতিযোগিতা বেশি মনে হচ্ছিল। উপরে বাঁদরের উৎপাত, কখনও বৃষ্টির জল ভিতরে পড়ছে, যখন তখন বিদ্যুৎ সংযোগ চলে যাচ্ছে। উপযুক্ত ব্যবস্থা ছাড়া এই প্রতিযোগিতায় সব ছিল।’

অনেকে আবার অভিযোগ তুলছেন খাবার নিয়েও। এক দাবাড়ুর বক্তব্য, “রোজ একই খাবার দিত। তাছাড়া আমিষ খাবারের কোনও ব্যবস্থা ছিল না। তাই প্রোটিন পাওয়া যেত না।” কিন্তু কেন এরকম দুরবস্থা? টুর্নামেন্ট আয়োজকদের একজনের বক্তব্য, “৪০০ জনকে একসঙ্গে খেলানোর এর থেকে ভালো ব্যবস্থা আমাদের কাছে ছিল না।” সামনের মাসে গোয়ায় দাবা বিশ্বকাপ। দেশ-বিদেশ থেকে বিখ্যাত দাবাড়ুরা সেখানে জড়ো হবেন। সেখানেও কি একই অবস্থা হবে? এখন থেকেই আশঙ্কায় দাবাপ্রেমীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ