সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ইনস্টাগ্রাম স্টোরিতে ঘোষণা করেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা। সাইনা নেহওয়ালের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা আগে পারুপল্লি কাশ্যপ একটি পোস্ট করেন। ইনস্টাগ্রামে করা এই পোস্টে তাঁকে প্রচুর মহিলাদের সঙ্গে পার্টি মুডে দেখা গিয়ে। এমন পোস্টের পর শাটলার যুগলের বিচ্ছেদ নিয়ে নানান জল্পনাও তৈরি হয়েছে।
সাইনার পোস্টের প্রায় ছ’ঘণ্টা আগে এই পোস্ট করেন কাশ্যপ। নেদারল্যান্ডসের হিলভারেনবিকে ১১ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছিল জাগরণ উৎসব। সেই অনুষ্ঠান উপভোগ করতে দেখা গিয়েছে কাশ্যপকে। সঙ্গে ছিলেন একাধিক মহিলা। পোস্টটি শেয়ার করেন দীপ্তি কাশি নামের এক ইউজার। আর পোস্টের ক্যাপশনে লেখা ছিল ‘বেস্টেস্ট’।
এরপরেই নেটিজেনদের মধ্যে জল্পনা বাড়ে। তাঁদের প্রশ্ন, তাহলে কি যুগলের সম্পর্কে তৃতীয় কোনও ব্যক্তির আবির্ভাব ঘটেছে? যদিও এ ব্যাপারে কোনও পক্ষ থেকেই কোনও মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা লিখেছিলেন, ‘জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের জন্য শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিচ্ছি। স্মৃতিগুলির জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভকামনা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। আমাদের বোঝার জন্য গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।’
২০০৫ থেকেই গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন করতেন সাইনা-কাশ্যপ। প্রায় এক দশকের প্রেমের পরেই জীবনের ডাবলস ইনিংস শুরু করেছিলেন তাঁরা। সেই ‘সুন্দর’ সম্পর্কের হঠাৎ করে এমন পরিণতি কেন, তা ভেবে ‘সারপ্রাইজড’ ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.