Advertisement
Advertisement

Breaking News

Wimbledon 2025

ফরাসি ওপেন হারের মধুর প্রতিশোধ, আলকারাজকে উড়িয়ে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

উইম্বলডন জয়ের হ্যাটট্রিক হল না আলকারাজের।

Jannik Sinner beats Carlos Alcaraz to become Wimbledon 2025 Champion

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:July 13, 2025 11:57 pm
  • Updated:July 14, 2025 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে মধুর প্রতিশোধ। ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনাল হারের যে জ্বালাটা ছিল, উইম্বলডনে (Wimbledon 2025) এসে তার বদলা নিলেন ইয়ানিক সিনার। ঘাসের কোর্টে গত দু’বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি। এই প্রথমবার উইম্বলডন জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার। শুধু তিনি নিজে ঘাসের কোর্টের ‘রাজা’ হলেন না, এই প্রথমবার উইম্বলডন জিতলেন কোনও ইটালিয়ান টেনিস তারকা।

Advertisement

কথায় বলে শুরুটা দেখে দিন কেমন যাবে বোঝা যায়। সেন্টার কোর্টে সিনার যেভাবে শুরু করেছিলেন, তাতে তাঁর ক্ষেত্রে কথাটা সত্যি নয়। প্রথম গেম পয়েন্টটা ঢুকেছিল আলকারাজের ঝুলিতে। সেখানে থেকে টানা তিনটি গেম জিতে কামব্যাক শুরু করেছিলেন সিনার। কিন্তু তারপর যেন আচমকাই খেই হারান। ফরাসি ওপেনের ফাইনালেও ঠিক একই ভুল করেছিলেন, ম্যাচের রাশ হঠাৎ হাতছাড়া করেছিলেন। উইম্বলডনের প্রথম সেটের মতো এবারও শুরুতে বাজিমাত করলেন আলকারাজ। সিনারের একের পর এক ‘আনফোর্সড এরর’-এর সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন।

দ্বিতীয় সেটে সিনার আর কোনো ভুল করেননি। আলকারাজের ক্ষিপ্রতা, ফিটনেস বেশি। কোর্টের সব জায়গা জুড়ে খেলতে পারেন। সেখানে প্রথম থেকেই সিনার জোর দিচ্ছিলেন বেসলাইন থেকে খেলার। আলকারাজ তাঁকে ছুটিয়ে মারেন, ইটালিয়ান তারকা একাধিকবার কোর্টের মধ্যে পড়েও যান। কিন্তু তাতেও প্রথম সেটের মতো ভুলগুলো করেননি। বরং একের পর এক জোরালো ব্যাকহ্যান্ডে আলকারাজকে নাস্তানাবুদ করে দেন। সেভাবেই দ্বিতীয় সেট জেতেন ৬-৪ ব্যবধানে। স্প্যানিশ তারকাকে ব্রেক করার পাশাপাশি নিজের সার্ভিসও ধরে রাখেন। তৃতীয় সেট যেন এরই পুনরাবৃত্তি। এবারও সিনার সেট জেতেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ সেটে তবু মনে হচ্ছিল আলকারাজ কামব্যাক করতে পারবেন। কিন্তু এবারও শেষ হাসি সিনারের। ৬-৪ ব্যবধানে এই সেটও জিতে প্রথমবারের জন্য উইম্বলডন চ্যাম্পিয়ন হন তিনি। উইম্বলডন জয়ের হ্যাটট্রিক করে বিয়ন বর্গ, রজার ফেডেরার, নোভাক জকোভিচদের পাশে বসা হল না আলকারাজের। বরং নতুন ‘রাজা’ সিনারকে পেল উইম্বলডন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement