Advertisement
Advertisement
Arshad Nadeem

সরকারবিরোধী মন্তব্যের পরেই কোপ! আজীবন নির্বাসনে জ্যাভলিন তারকা আরশাদের কোচ

কেন নির্বাসিত করা হয়েছে তাঁকে?

Javelin star Arshad Nadeem's coach banned for life

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:October 12, 2025 9:23 pm
  • Updated:October 12, 2025 9:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজীবনের জন্য নির্বাসিত হলেন পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের কোচ সলমন ইকবাল। রবিবার তাঁকে পাঞ্জাব অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সংবিধান লঙ্ঘনের জন্য তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। সলমনকে নিষিদ্ধ করেছে পাক অ্যাথলেটিক্স ফেডারেশন। প্রসঙ্গত, পাঞ্জাব অ্যাথলেটিক্স সংস্থায় সভাপতির পদে রয়েছেন তিনি।

Advertisement

একদিন আগে পাকিস্তান স্পোর্টস বোর্ডকে কাঠগড়ায় তুলে সলমন বলেছিলেন, “কাফ মাসলের সমস্যার কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল আরশাদের। টোকিওর আবহাওয়া বেশ গরম এবং আর্দ্র ছিল। খেলা হয়েছিল হার্ড ট্র্যাকে। যার প্রভাব পড়েছে পারফরম্যান্সে।” তাছাড়াও তিনি পিএসবি’কে মনে করিয়ে দেন, চোটের পর দক্ষিণ আফ্রিকায় নাদিমের জন্য রিহ্যাবের ব্যবস্থা করতে ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য নিতে হয়েছিল। মনে করা হচ্ছে, এমন মন্তব্যের জেরেই আজীবন নিষিদ্ধ হতে হয়েছে তাঁকে।

আজীবন নিষেধাজ্ঞার ফলে ইকবাল অ্যাথলেটিক্স সংক্রান্ত কোনও কার্যকলাপে অংশ নিতে পারবেন না। তাছাড়াও কোচ হিসাবেও কোনও দলের দায়িত্ব নিতে পারবেন না। আগস্টে নির্বাচনের সময় পাকিস্তান অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের সংবিধান লঙ্ঘনের কারণে আজীবন নির্বাসিত করা হল তাঁকে।

এর জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি। কোনওরকমে ফাইনালে উঠে সেখানে দশম স্থানে শেষ করেছিলেন আরশাদ নাদিম। কেন এত খারাপ পারফরম্যান্স, সেই ফিরিস্তি পর্যন্ত চেয়েছিল পাকিস্তান স্পোর্টস বোর্ড। জবাবে পিএসবি’কেই একহাত নিয়েছিলেন জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের কোচ সলমন ইকবাল। এর একদিন পরেই আজীবন নির্বাসনে পাঠানো হল তাঁকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ