Advertisement
Advertisement
Jyothi Surekha Vennam

দীপাবলির আগেই উজ্জ্বল জ্যোতি, প্রথম ভারতীয় মহিলা তিরন্দাজ হিসাবে বিশ্বকাপে ব্রোঞ্জ জয়

নজির গড়ে পদকজয় জ্যোতি সুরেখা ভেন্নামের।

Jyothi Surekha Vennam becomes first Indian woman archer to win bronze at World Cup

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:October 18, 2025 4:49 pm
  • Updated:October 18, 2025 4:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগেই উজ্জ্বল জ্যোতি। এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। এবার সাফল্য তিরন্দাজির বিশ্বকাপেও। ভারতের প্রথম মহিলা কম্পাউন্ড তিরন্দাজ হিসাবে ইতিহাস গড়লেন জ্যোতি সুরেখা ভেন্নাম। শনিবার চিনের নানজিংয়ে আর্চারি বিশ্বকাপ ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

Advertisement

ব্রোঞ্জ পদকের ম্যাচে লড়াইটা সহজ ছিল না জ্যোতির কাছে। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্বের দু’নম্বর ইংল্যান্ডের এলা গিবসন। যদিও জ্যোতির নিখুঁত নিশানার সামনে হার মানেন এলা। ১৫ বারই ১০ পয়েন্ট করে স্কোর করেন ভারতীয় তিরন্দাজ। বিশ্ব তিরন্দাজিতে এটাও একটা নজির। সব মিলিয়ে ১৫০-র ম্যাজিক ফিগারে পৌঁছন জ্যোতি। অন্যদিকে, এলার সংগ্রহ ছিল ১৪৫। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী।

মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে যোগ্যতা অর্জন করেছিলেন মধুরা ধমনগাঁওকরও। যদিও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। অন্যদিকে, পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে ঋষভ যাদব খেলবেন দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী কিম জঙ্গো। উল্লেখ্য, ঋষভ এবং জ্যোতি গত জুলাইয়ে মোট ৭০ বার ‘বুলস আই’ ভেদ করে ১৪৩১ পয়েন্ট সংগ্রহ করে বিশ্বরেকর্ড তৈরি করেছিলেন।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হতে চলেছে তিরন্দাজির কম্পাউন্ড বিভাগ। ১৯৭২ সালে প্রত্যাবর্তনের পর থেকে গেমসে নিয়মিত অংশ হয়ে উঠেছে তিরন্দাজি। এতদিন শুধু রিকার্ভ বিভাগই আয়োজন করা হত। তবে গেমসের পরবর্তী সংস্করণে কম্পাউন্ডের মিক্সড টিম ইভেন্টও থাকছে। কম্পাউন্ডের মিক্সড টিম ইভেন্টে গত কয়েক বছরে একতরফা দাপট দেখিয়েছেন এদেশের তিরন্দাজরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়ান গেমসের শেষ সংস্করণ, প্রায় সব বড় আসরেই সোনা জিতেছেন ভারতীয়রা। আর শনিবার নজির গড়ে ব্রোঞ্জ জিতলেন জ্যোতি। সমর্থকদের আশা, অলিম্পিক থেকে দেশকে পদক এনে দেবেন ২৯ বছরের এই তিরন্দাজ। প্রসঙ্গত, জ্যোতির কেরিয়ারের ৮৮তম পদক এটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ