সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক পদকজয়ীর বিরুদ্ধে লিঙ্গবৈষম্যমূলক আচরণ খোদ ফেডারেশন কর্তার! বিস্ফোরক অভিযোগ আনলেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনা বরগোঁহাই। তারকা বক্সারের অভিযোগ, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল অরুণ মালিক তাঁর সঙ্গে অপমানকজনক আচরণ করেছেন। গোটা ঘটনাটি নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছেন লভলিনা।
বিতর্কের সূত্রপাত গত ৮ জুলাই। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন লভলিনা। ওই বৈঠকেই তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তারকা বক্সারের। লভলিনার কথায়, বক্সিং কেরিয়ারে তাঁর যাবতীয় সাফল্যকে খাটো করেছেন অরুণ। মহিলা অ্যাথলিট হিসাবে তাঁর কতটা সম্মান পাওয়া উচিৎ, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন ফেডারেশন কর্তা। গোটা ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত বলেই জানিয়েছেন লভলিনা। তাঁর মতে, তাঁকে যেভাবে অপমান করা হয়েছে সেটা আসলে প্রত্যেক মহিলা অ্যাথলিটের অপমান।
বৈঠকে যেভাবে তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে, সেই বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে অভিযোগ জানান লভলিনা। এছাড়াও সাই, IOA এবং বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কাছেও অভিযোগ জমা দেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সেই নির্দেশের ভিত্তিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও এখনও কাজ শেষ করতে পারেনি কমিটি।
কিন্তু লভলিনাকে ঠিক কী বলেছেন অরুণ? সূত্রের খবর, বিশ্বচ্যাম্পিয়নশিপে নামার প্রস্তুতি নিতে ইউরোপে অনুশীলন করতে চেয়েছিলেন লভলিনা। কিন্তু বৈঠকে প্রস্তাব পেশ করামাত্র তাঁর আবেদন খারিজ করে দেন অরুণ। যদিও লভলিনাকে অপমান করার অভিযোগ খারিজ করে অরুণ জানিয়েছেন, লভলিনা দেশের গর্ব। তবে গোটা ঘটনা নিয়ে পরবর্তীকালে আর কোনও মন্তব্য করতে চাননি লভলিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.