Advertisement
Advertisement
Viswanathan Anand

জিনস্ পরে খেলার ছাড়পত্র মিলতেই বিশ্বনাথন আনন্দকে তোপ কার্লসেনের!

'আনন্দ অযোগ্য!' দাবি বিশ্বের এক নম্বর তারকার।

Magnus Carlsen slams Viswanathan Anand over FIDE job row
Published by: Sulaya Singha
  • Posted:December 30, 2024 9:27 pm
  • Updated:December 30, 2024 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিনস্ পরে অংশ নেওয়া যাবে প্রতিযোগিতায়। ওয়ার্ল্ড ব্লিদজ দাবা চ্যাম্পিয়নশিপে নিয়মভঙ্গের জেরে জরিমানা হলেও ফিরে এলেন ম্যাগনাস কার্লসেন। আর কামব্যাক করেই একহাত নিলেন আয়োজক সংস্থার সহ-সভাপতি বিশ্বনাথন আনন্দকে। বলে দেন, FIDE-এর জন্য আনন্দ যোগ্য নন।

Advertisement

কার্লসেন জানান, “FIDE-এ কয়েকজন আছেন, যাঁরা অযোগ্য। গোটা পরিস্থিতিটাকে একেবারেই ভালোভাবে সামলাতে পারেনি কর্তৃপক্ষ। বাড়ি ফেরার বিমানে প্রায় উঠেই পড়ছিলাম। তবে বাবা বললেন, FIDE-এর সভাপতি কী সিদ্ধান্ত নেন, তা জানার জন্য যেন খানিকটা অপেক্ষা করে যাই।” এরপরই যোগ করেন, “আনন্দের সঙ্গে অনেকক্ষণ আলোচনা হয়। কিন্তু কোনও লাভ হয়নি। ওরা শুধু বলেছিল সাধারণত এই প্রতিযোগিতায় জিনস্ পরার অনুমতি দেওয়া হয় না। কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রমটা কী, সেটা তো বলতে হবে। কিন্তু আনন্দ বলতে পারেননি, আমি আদৌ খেলার সুযোগ পাব কি না। তাই আমার মনে হয় FIDE-এ কাজের জন্য আনন্দ অযোগ্য।” এর উত্তরে আনন্দ জানান, ম্যাগনাস কোনওভাবেই নিয়ম মানতে রাজি হচ্ছিলেন না। ফলে সমস্যা হচ্ছিল। শেষমেশ তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, জিনস্ পরে বসায় ওয়ার্ল্ড ব়্যাপিড ও ব্লিদজ্ চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাই করা হয় কার্লসেনকে। তাই তাঁকে ২০০ ডলার জরিমানাও করা হয়। তবে তিনি যাতে খেলতে পারেন, তার জন্য পোশাক বদলাতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি বিশ্বের এক নম্বর তারকা। সেই কারণেই তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। যে বিষয়ে কার্লসেন বলেছিলেন, তিনি মাথা নত করবেন না। তাঁকে ডিসকোয়ালিফাই করলেও কিছু যায় আসে না। তবে অবশেষে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement